Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

Join Roy Library Telegram Groups

SEBA Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ, in Bengali Medium Students will find the SEBA Class 10 Social Science Multiple Choice Question Answer in Bengali very useful for exam preparation. Class 10 Social Science Important Notes in Bengali, Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 10 Social Science Objective types Question Answer in Bengali, Class 10 Social Science MCQ and Short Type Question Answer by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 10 Social Science MCQ Chapter 4 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

NCERT Class 10 Social Science Multiple Choice Notes in Bengali, Class 10 Social Science Objective Types Question Answer in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 10 Social Science MCQ Solution in Bengali, he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. SEBA MCQ Questions for Class 10 Social Science with answers pdf, will be able to solve all the doubts of the students. SEBA Class X Social Science MCQ Suggestion in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the SEBA Board HSLC Class 10 Social Science MCQ in Bengali Textbooks Solution are present on Roy Library’s website in a systematic order.

ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ

বহুবিকল্পী প্রশ্নোত্তরঃ

1. ইয়াণ্ডাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল _____।

(a) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

(b) ১৮২৬ সনের ২৫ ফেব্রুয়ারি।

(c) ১৮২৬ সনের ২৬ ফেব্রুনারি।

(d) ১৮২৬ সনের ২৮ ফেব্রুয়ারি।

Ans: (a) ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

2. কোম্পানির আমল বলতে ____ সময়কালকে বোঝানা হয়।

(a) ১৬০০ সন থেকে ১৯৪৭ সন।

(b) ১৭৫৭ সন থেকে ১৮৫৮ সন।

(c) ১৮৫৩ সনে থেকে ১৮৫৮ সন। 

(d) ১৮২৬ সন থেকে ১৮৫৮ সন।

Ans: (d) ১৮২৬ সন থেকে ১৮৫৮ সন। 

3. অসমে বাংলা ভাষার প্রচলন হয় ____ সনে। 

(a) ১৮৩৭ সন থেকে ১৮৫২ সন।

(b) ১৮৩৬ সন থেকে ১৮৭৩ সন।

(c) ১৮৩৭ সন থেকে ১৮৭৩ সন।

(d) ১৮৩৭ সন থেকে ১৮৮০ সন।

Ans: (c) ১৮৩৭ সন থেকে ১৮৭৩ সন।

4. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি (Assamese Literary Society) নামের সংগঠন প্রথম কলিকাতায় গঠিত হয়েছিল ____ মনে।

(a) ১৮৬২ সনে।

(b) ১৮৬৭ সনে।

(c) ১৮৭২ সনে।

(d) একটিও নয়।

Ans: (c) ১৮৭২ সনে।

5. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি’ নামের প্রথম সংগঠন হয়েছিল _____।

(a) কলকাতা।

(b) গুয়াহাটি।

(c) যোরহাট।

(d) দরং।

Ans: (a) কলকাতা।

6. অসমীয়া লিটারেরি সোসাইটি’ নামের প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য ছিল _____।

(a) ব্রিটিশ-বিরোধী আন্দোলন করা।

(b) সাহিত্য চর্চা করা।

(c) বিদেশি বস্তু বর্জন।

(d) একটিও নয়।

Ans: (b) সাহিত্য চর্চা করা।

7. বাংলা ভাষার স্থানে অসমে অসমীয়া ভাষার পূর্ণ প্রচলন হয়েছিল _____।

(a) ১৮৭২ সনে।

(b) ১৮৭৩ সনে।

(c) ১৮৭৫ সনে। 

(d) ১৮৯৮ সনে।

Ans: (b) ১৮৭৩ সনে।

8. ১৮৫৭ সনে আনন্দরাম ঢেকিয়াল ফুকন এবং গুণাভিরাম বরুয়ার উদ্যোগ প্রতিষ্ঠিত সংগঠনটি ছিল ____।

(a) জ্ঞান প্রদায়িনী সভা।

(b) অসমীয়া লিটারেরি সোসাইটি।

(c) সদৌ অসম রায়ত সভা।

(d) অসম প্রদেশ কংগ্রেস কমিতি।

Ans: (a) জ্ঞান প্রদায়িনী সভা।

S.L. No.CONTENTS
প্রথম খণ্ড : ইতিহাস
1বঙ্গ বিভাজন (১৯০৫ – ১৯১১) স্বদেশী আন্দোলন এবং ফলাফল
2মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম
3অসমে ব্রিটিশ বিৰোধী জাগৰণ এবং কৃষক বিদ্ৰোহ
4ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ
5ভারত এবং উত্তর-পূর্বাঞ্চেলের সাংস্কৃতিক ঐতিহ্য
দ্বিতীয় খণ্ড : ভূগোল
6অর্থনৈতিক ভূগোলঃ বিষয়বস্তু এবং সস্পদ
7পরিবেশ এবং পরিবেশের সমস্যা
8পৃথিবীর ভূগোল
9অসমের ভূগোল
তৃতীয় খণ্ড : রাজনীতি বিজ্ঞান
10রাজনীতি বিজ্ঞান
11আন্তর্জাতিক সংস্থা–রাষ্ট্রসংঘ এবং অন্যান্য
অর্থনীতি বিজ্ঞান
12মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা
13অর্থনৈতিক উন্নয়ন

9. ১৮৭২ সনে ‘অসমীয়া লিটারেরি সোসাইটি সংগঠনের বিখ্যাত সদস্য জগন্নাথ বরুয়া এবং মাণিকচন্দ্র বরুনা উক্ত সোসাইটি তরফে সেই সময়কার কোন ভাইসরয়কে স্মারকপত্র দাখিল করেছিলেন ____।

(a) ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে।

(b) ভাইসরয় নিন্টোকে।

(c) ভাইসরয় লর্ড নর্থব্রুককে।

(d) ভাইসরয় শেমসফোর্ডকে।

Ans: (c) ভাইসরয় লর্ড নর্থব্রুককে।

10. _____ সনে অসমীয়া ভাষা উন্নতি সাধিনী (অঃ ভাঃউঃসাঃ) সভা গঠিত হয়েছিল।

(a) ১৮৮৮ সনে।

(b) ১৮৭৩ সনে।

(c) ১৮৭৫ সনে।

(d) ১৮৯২ সনে। 

Ans: (a) ১৮৮৮ সনে। 

11. অসমীয়া ভাষা উন্নতি সাধিনী (অঃভাঃ উঃসাঃ ) সভার দ্বারা প্রকাশিত কোন আলোচনী অসমে এক নতুন যুগের সূচনা করেছিল _____।

(a) জয়ন্তী। 

(b) জোনাকী।

(c) অরুণোদয়।

(d) একটিও নয়।

Ans: (b) জোনাকী।

12. জোনাকীর প্রথম সম্পাদক ছিলেন _____।

(a) চন্দ্রকুমার আগরওয়ালা।

(b) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

(c) হেমচন্দ্ৰ গোস্বামী।

(d) হেমচন্দ্র বরুয়া।

Ans: (a) চন্দ্রকুমার আগরওয়ালা।

13. নীচের কোন ব্যক্তি জোনাকী যুগের ত্রিমূর্ত্তির অন্তর্গত _____।

(a) হেমচন্দ্ৰ গোস্বামী।

(b) চন্দ্রকুমার আগরওয়ালা।

(c) হেমচন্দ্র বরুয়া।

(d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

Ans: (c) হেমচন্দ্র বরুয়া।

14. অসম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ‘অসম ছাত্র সন্মেলন’ কখন গঠিত হয়েছিল _____।

(a) ১৯১৪ সনে।

(b) ১৯১৫ সনে।

(c) ১৯১৬ সনে।

(d) ১৯১৭ সনে।

Ans: (c) ১৯১৬ সনে।

15. ‘অসম ছাত্র সন্মেলনের গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন _____।

(a) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা।

(b) চন্দ্রকুমার আগরওয়ালা।

(c) মাণিকচন্দ্র বরুয়া।

(d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

Ans: (d) লক্ষ্মীনাথ বেজবরুয়া।

16. অসম ছাত্র সন্মেলনের মুখ্য উদ্দেশ্য ছিল ____।

(a) সাহিত্য চর্চা করা।

(b) অসমীয়া ভাষার উন্নতি সাধন করা।

(c) ছাত্রদের সর্বপ্রকারের বিকাশ সাধন করা।

(d) একটিও নয়।

Ans: (b) অসমীয়া ভাষার উন্নতি সাধন করা। 

17. অসম ছাত্র সম্মেলনের মুখপত্র ছিল _____।

(a) জয়ন্তী। 

(b) মিলন। 

(c) দীপক।

(d) বন্তি। 

Ans: (b) মিলন।

18. ১৯ শতকের শেষেরদিকে গঠিত রায়ত সভার উদ্দেশ্যসমূহের মধ্যে নিচের কোনটি নেই ____।

(a) গ্রেজিং করা বন্ধ করা।

(b) সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় চেতনা বোধ সৃষ্টি।

(c) মাটির খাজনা হ্রাস করা।

(d) পূর্ববঙ্গ থেকে আসা প্রব্রজন রোধ করা।

Ans: (b) সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় চেতনা বোধ সৃষ্টি।

19. রায়ত সভাগুলিকে অধিক সক্রিয় এবং শক্তিশালী করার জন্য একটি কেন্দ্রীয় সমিতি গঠন করা হয়েছিল ____।

(a) সদৌ অসম রায়ত সভা।

(b) যোরহাট সার্বজনিক সভা।

(c) অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভা।

(d) আহোম সভা।

Ans: (a) সদৌ অসম রায়ত সভা।

20. সদৌ অসম রায়ত সভা গঠন করা হয় _____ মনে।

(a) ১৯২৮ সনে।

(b) ১৯৩০ সনে। 

(c) ১৯৩২ সনে।

(d) ১৯৩৩ সনে।

Ans: (d) ১৯৩৩ সনে।

21. ‘সদৌ অসম রায়ত সভা’র যোরহাটের টিলিকিআমে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে (১৯৩৩ সনের ৮ এপ্রিল) সভাপতিত্ত্ব করেছিলেন ____।

(a) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা।

(b) নবীন চন্দ্র বরদলৈ।

(c) মাণিক চন্দ্র বরুয়া।

(d) তরুণরাম ফুকন। 

Ans: (b) নবীন চন্দ্র বরদলৈ।

22. ‘সদৌ অসম রায়ত সভা’র দ্বিতীয় অধিবেশন (১৯৩৪ সন) _____ এ অনুষ্ঠিত হয়।

(a) দেরগাঁও।

(b) নগাঁও।

(c) তেজপুর।

(d) শিবসাগর।

Ans: (a) দেরগাঁও।

23. ‘সদৌ অসম রায়ত সভা’র দেরগাঁওয়ে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন _____।

(a) জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালা।

(b) নবীন চন্দ্র বরদলৈ।

(c) ডাঃ হরেকৃষ্ণ দাস।

(d) তরুণরাম ফুকন।

Ans: (c) ডাঃ হরেকৃষ্ণ দাস।

24. ১৯৩৪-৩৯ সনের মধ্যে অসমে প্রায় _____ টি রায়ত সভা ছিল।

(a) ২০০।

(b) ২৫০।

(c) ৩০০।

(d) ৩৫০।

Ans: (c) ৩০০।

25. অরুণোদয় পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ____।

(a) অলিভার কাট্টার।

(b) নাথান ব্রাউন।

(c) একে গার্নি।

(d) সি. এ. ব্রুস।

Ans: (b) নাথান ব্রাউন।

26. আহোম সভা প্রতিষ্ঠিত হয়েছিল ___ সনে।

(a) ১৮৮৮ সনে।

(b) ১৮৯১ সনে।

(c) ১৮৯৩ সনে।

(d) ১৮১৭ সনে।

Ans: (c) ১৮৯৩ সনে।

27. সংগঠিত হওয়ার পর থেকে ৪০ বছর ধরে আহোম সভার সম্পাদক ছিলেন _____।

(a) মণিরাম দেওয়ান।

(b) পদ্মনাথ গোহাঞি বলীয়া। 

(c) বন্দর্পেশ্বর সিংহ।

(d) একজনও নয়।

Ans: (b) পদ্মনাথ গোহাঞি বরুয়া।

28. আহোম সভার প্রথম অধিবেশন ১৮৯৩ সনে ____ অনুষ্ঠিত হয়েছিল।

(a) শিবসাগর জিলায়।

(b) নগাঁও জিলার।

(c) দরং জিলায়। 

(d) ডিব্ৰুগড় জেলায়।

Ans: (a) শিবসাগর জিলায়।

29. যোরহাট সার্বজনিক সভা গঠন হয়েছিল ____ মনে।

(a) ১৮৭৪ সনে।

(b) ১৮৮০ সনে।

(c) ১৮৮৪ সনে।

(d) ১৮৮৬ সালে।

Ans: (c) ১৮৮৪ সনে।

30. যোরহাট সার্বক্ষনিক সভা _____ র নেতৃত্বে গঠিত হয়েছিল।

(a) পদ্মনাথ গোঁহাঞি বরুয়ার নেতৃত্বে।

(b) জগন্নাথ বরুয়ার নেতৃত্বে।

(c) রাজা নরনারায়ণ সিংহ।

(d) একটিও নয়।

Ans: (b) জগন্নথ বরুয়ার নেতৃত্বে।

31. আসামের প্রথম সার্বজনীন রাজনৈতিক অনুষ্ঠান ‘যোরহাট সার্বজনিক সভা’র প্রতিষ্ঠাপক সভাপতি ছালখন ____।

(a) রাজা নরনারায়ণ সিংহ।

(b) জগন্নাথ বরুয়া।

(c) নবীন চন্দ্ৰ বরদলৈ।

(d) লম্বোদর বরা।

Ans: (d) লম্বোদর বরা।

32. যোরহাট সার্বজনিক সভার প্রতিষ্ঠাপক সম্পাদক ছিলেন _____।

(a) নবীন চন্দ্ৰ বরদলৈ।

(b) রাজা নরনারায়ণ সিংহ। 

(c) জগন্নাথ বরুয়া।

(d) লম্বোদর বরা।

Ans: (c) জগন্নাথ বরুয়া।

33. _____ মনে আসাম এসোসিয়েশন নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল।

(a) ১৯০৩ সনে।

(b) ১৯১৩ সনে।

(c) ১৯২৩ সনে।

(d) ১৯৩০ সনে।

Ans: (a) ১৯০৩ সনে।

34. ___ র নেতৃত্বে আসান এসোসিয়েশন নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল।

(a) রাজা প্রভাতচন্দ্র বরুয়ার নেতৃত্বে।

(b) নবীন চন্দ্র বরদলৈর নেতৃত্বে।

(c) মাণিকচন্দ্র বরুয়ার নেতৃত্বে।

(d) জগন্নাথ বরুয়ার নেতৃত্বে।

Ans: (c) মাণিকচন্দ্র বরুয়ার নেতৃত্বে।

35. আসাম এসোসিয়েশনের প্রথম অধিবেশন ১৯০৫ সনে _____ এ অনুষ্ঠিত হয়েছিল।

(a) শিবসাগরে।

(b) নগাঁওয়ে।

(c) দরঙে। 

(d) ডিব্ৰুগড়ে। 

Ans: (d) ডিব্ৰুগড়ে। 

36. বঙ্গ বিভাজনের বিরোধিতা করে অসমকে পূর্ব বংঙ্গথেকে পৃথক করার জন্য ১৯০৭ সনে কোন সংগঠন সরকারের কাছে স্মারক পত্র দাখিল করেছিল ____।

(a) যোরহাট সার্বজনিক সভা। 

(b) আসাম এসোসিয়েশন।

(c) অসম প্রদেশ কংগ্রেস কমিটি।

(d) একটিও নয়।

Ans: (b) আসাম এসোসিয়েশন।

37. ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়া ১৮৮৫ সনে স্থাপিত সংঘঠনটির নাম কি?

(a) আজাদ হিন্দ ফৌজ।

(b) ভারতীয় জাতীয় কংগ্রেস। 

(c) অল ইণ্ডিয়া মুসলিম লিগ। 

(d) একটিও নয়।

Ans: (b) ভারতীয় জাতীয় কংগ্রেস।

38. ‘বন্দিনী ভারত’ নামক বিদ্রোহাত্মক নাটকটি কে রচনা করেছিলেন?

(a) প্রসন্ন লাল চৌধুরী।

(b) জগন্নাথ বরুয়া। 

(c) অম্বিকাগিরি রায় চৌধুরী।

(d) জ্যোতিপ্ৰসাদ আগৰওয়ালা।

Ans: (c) অম্বিকাগিরি রায় চৌধুরী।

39. ‘সেবা সংঘ’ নামক বিপ্লবী সংগঠনটিকে গড়ে তুলেছিলেন ____।

(a) প্রসন্ন লাল চৌধুরী।

(b) জগন্নাথ বরুয়া।

(c) অম্বিকাগিরি রায় চৌধুরী।

(d) জ্যোতিপ্রসাদ আগরওয়ালা।

Ans: (c) অম্বিকাগিরি রায় চৌধুরী।

40. ভারতীয় জাতীয় কংগ্রোশের নেতৃত্বে অসহযোগ আন্দোলন কতদিন চলেছিল?

(a) ১৯২৮ সন — ১৯৩০ সন।

(b) ১৯২০ সন — ১৯২৪ সন। 

(c) ১৯২৪ সন — ১৯২৮ সন। 

(d) ১৯২০ সন — ১৯২২ সন। 

Ans: (d) ১৯২০ সন — ১৯২২ সন।

41. অসম প্রদেশ কংগ্রেস কমিটি _____ এ গঠিত হয়েছিল।

(a) ১৯২০ সনের জুন মাসে।

(b) ১৯২১ সনের জুন মাসে।

(c) ১৯২২ সনের জুন মাসে।

(d) একটিও নয়।

Ans: (b) ১৯২১ সনের জুন মাসে।

42. অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম সভাপতি ছিলেন _____।

(a) অম্বিকাগিরি রায়চৌধুরী।

(b) কুলধর চলিহা।

(c) মাণিকচন্দ্র বরুয়া।

(d) গোপীনাথ বরদলৈ।

Ans: (b) কুলধর চলিহা।

43. অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম সম্পাদক কে ছিলেন?

(a) নবীন চন্দ্ৰ বৰদলৈ। 

(b) গোপীনাথ বরদলৈ।

(c) পদ্মনাথ গোহাঞি বরুয়া।

(d) অমিয় কুমার দাস। 

Ans: (a) নবীন চন্দ্র বরদলৈ।

44. অসম প্রদেশ কংগ্রেস কমিটির আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত প্রথম সভাপতি ছিলেন ____।

(a) অমিয় কুমার দাস।

(b) ছবিলাল উপাধ্যায়।

(c) বিষ্ণুরাম মেধি।

(d) কুলধৰ চলিহা।

Ans: (c) বিষ্ণুরাম মেধি।

45. অসমের প্রথম প্রধানমন্ত্রী (পরে মুখ্যমন্ত্রী) কে ছিলেন? 

(a) বিষ্ণুরাম মেধি।

(b) স্যার মহম্মদ সাদুল্লা।

(c) বিমলাপ্রসাদ চলিহা।

(d) গোপীনাথ বরদলৈ।

Ans: (d) গোপীনাথ বরদলৈ।

46. অসমের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ____ সনের সাধারন নির্বাচনে।

(a) ১৯৪৬ সনে।

(b) ১৯৪৮ সনে।

(c) ১৯৫০ সনে।

(d) ১৯৫২ সনে।

Ans: (a) ১৯৪৬ সনে।

47. ১৯৪৬ সনে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে কংগ্রেস দল অসম বিধানসভার মোট ১০৮ টি আসনের মধ্যে ____ টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিগণিত হয়েছিল।

(a) ৫৫ টা।

(b) ৫৮ টি।

(c) ৬১ টি।

(d) ৬৫ টি। 

Ans: (b) ৫৮ টি।

48. মহাত্মা গান্ধী অসমে আসেন ____ সনে। 

(a) ১৯১৮ সনে।

(b) ১৯১৯ সনে।

(c) ১৯২০ সনে।

(d) ১৯২১ সনে।

Ans: (d) ১৯২১ সনে।

49. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভাষার উপর ভিত্তি করে রাজ্য পুর্নগঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল?

(a) ১৯৪২ সনের ওয়ার্ধা অধিবেশনে।

(b) ১৯২৬ সনের পাণ্ডু অধিবেশনে।

(c) ১৯২০ সনের নাগপুর অধিবেশনে।

(d) ১৯৩১ সনের করাচী অধিবেশনে।

Ans: (c) ১৯২০ সনের নাগপুর অধিবেশনে।

50. অসমের প্রথম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা ‘তিলক সোঁবরনী স্কুল’ (গুয়াহাটী) _____ সনে প্ৰতিষ্ঠা করা হয়েছিল।

(a) ১৯২১ সনের জানুযারী।

(b) ১৯২১ সনের ফেব্রুয়ারি।

(c) ১৯২২ সনের এপ্ৰিল।

(d) ১৯২২ সনের ফেব্রুয়ারি।

Ans: (b) ১৯২১ সনের ফেব্রুয়ারি।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

51. ইয়াণ্ডাবু সন্ধি কবে হয়েছিল?

Ans: ১৮২৬ সনের ২৪ ফেব্রুয়ারি।

52. অসমে বাংলা ভাষার প্রচলন কবে হয়েছিল?

Ans: ১৮৩৭ সনে।

53. অরুনোদয় পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: ড° নাথান ব্রাউন।

54. অসম ছাত্র সন্মিলনের মুখপত্র কে ছিল?

Ans: মিলন।

55. সদৌ অসম রায়ত সভার গঠন কবে হয়েছিল?

Ans: ১৯৩৩ সনে।

56. আহোম সভার সম্পাদক কে ছিলেন?

Ans: পদ্মনাথ গোহাঞি বরুয়া।

57. কুশল কোঁবরকে কি অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল?

Ans: বরপাথারে রেল উল্টানোর অভিযোগে।

58. গৌহাটি বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল?

Ans: ১৯৪৮ সনের ২৬ জানুয়ারি। 

59. প্রথম অসমীয়া সংবাদ পত্রের নাম কি?

Ans: অরুণোদয়।

60. অরুণোদয় প্রথম কবে প্রকাশিত হয়?

Ans: ১৮৪৬ সনে।

61. মাসিক পত্রিকা ‘জোনাকী’ কোথা থেকে প্রকাশিত হয়েছিল?

Ans: কলিকাতা থেকে।

62. ‘জোনাকী’ সর্বপ্রথম কবে প্রকাশিত হয়েছিল?

Ans: ১৮৮৯ সনে।

63. ‘জোনাকী’র প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: চন্দ্রকুমার আগতওয়ালা। 

64. কোন সনে আহোম সভার জন্ম হয়েছিল।

Ans: ১৮৯৩ সনে।

65. আহোম সভার প্রথম সম্পাদক কে ছিলেন?

Ans: পদ্মনাথ গোহাঞিবরুয়া।

66. আসাম অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি কে ছিলেন।

Ans: রাজা প্ৰভাত চন্দ্রবরুয়া। 

67. কোন সনে কলেজিয়েট স্কুল স্থাপিত হয়েছিল?

Ans: ১৮৬৬ সনে।

68. কোন সনে অসমীয়া ভাষা আবার হারানো মৰ্যাদা ফিরে পায়?

Ans: ১৮৭৩ সনে।

69. রায়ত সভার নেতৃত্ব কারা বহন করেছিল?

Ans: মধ্যবিত্ত শ্ৰেণী।

70. যোরহাট সার্বজনিক সভা কবে গঠিত হয়েছিল?

Ans: ১৮৮৪ সনে।

71. অসমীয়া সাহিত্যের নবজাগরনের ‘ত্রিমূর্তি’ দেরকে বলা হয়?

Ans: লক্ষ্মনাথ, বেজবরুয়া, চন্দ্রকান্ত আগরওয়ালা এবং হেমচন্দ্র গোস্বামীকে।

72. ‘তেজপুর রায়ত সভা’ কবে গড়ে উঠেছিল?

Ans: ১৮৮৪-৮৫ সনে। 

73. উত্তর-পূর্ব ভারতের একমাত্র এবং প্রথম বৃত্তিমুখী বিশ্ববিদ্যালয়টির নাম কী?

Ans: অসম কৃষি বিশ্ববিদ্যালয়।

74. কত সনে শিলচর মেডিক্যাল কলেজ স্থাপিত হয়েছিল?

Ans: ১৯৬৮ সনে।

75. ‘পূর্ববঙ্গ এবং অসম’ নামক নতুন প্রদেশটি কোন সানে গঠন করা হয়েছিল?

Ans: ১৯০৫ সনের ২০ জুলাই। 

76. ‘বন্দিনী ভারত’ নাটকটির রচয়িতা কে?

Ans: অম্বিকাগিরি রায়চৌধুরী।

77. কানিংহাম পত্র কেন জারি করা হয়েছিল?

Ans: আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ থেকে অসমের ছাত্র-ছাত্রীদের বিরত রাখার উদ্দেশ্যে কানিংহাম পত্র জারি করা হয়েছিল।

78. ১৮৩৭ সন থেকে অসমের বিদ্যালয়, কার্যালয় এবং আদালতে কি ভাষার প্রচলন হয়েছিল?

Ans: বাংলা ভাষা।

79. ‘অসমীয়া লিটারেরী সোসাইটি’ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল?

Ans: সাহিত্য চর্চা।

80. ‘হেমকোষে’র রচয়িতা কে?

Ans: হেমচন্দ্র বরুয়া।

81. কোন সনে ‘অসম ছাত্র সন্মিলেন’ গঠিত হয়?

Ans: ১৯১৬ সনে।

82. অসম ছাত্র সন্মিলনের মুখ্য উদ্দেশ্য কি ছিল?

Ans: অসমীয়া ভাষার উন্নতি সাধন করা।

83. বঙ্গ বিভাজনের প্রধান কারণ কি ছিল?

Ans: রাজনৈতিক।

84. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল?

Ans: ১৯২৭ সনে।

85. বঙ্গ বিভাজন ব্রিটিসের কোন নীতির অংশ ছিল?

Ans: Divide and Rule নীতির।

86. অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয় বর্তমানে কোথায় অবস্থিত?

Ans: গুয়াহাটীতে।

87. ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম কবে হয়েছিল?

Ans: ১৮৮৫ সনে।

88. অসমের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় স্থপিত হয়েছিল?

Ans: ১৯২১ সনে গুয়াহাটীর ভরলুমুখে।

89. ‘পূর্ববঙ্গ’ এবং অসম এই নতুন প্রদেশটির প্রথম লেফট্যান্যান্ট গভর্নর কে ছিলেন?

Ans: মি. ফুলার।

90. অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: কুলধর চলিহা।

91. ‘সেবা সংঘ’ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাপক কে ছিলেন?

Ans: অম্বিকাগিরি রায়চৌধুরী।

92. অসম চিকিৎসা মহাবিদ্যালয় আনুষ্ঠানিকভাবে করে নামাংকিত হয়?

Ans: ১৯৪৭ সনের ৩ নভেম্বর।

93. অসম প্রদেশ কংগ্রেস কমিতির আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: বিষ্ণুরাম মেধি।

94. যোরহাট সার্বজনিক সভার প্রতিষ্ঠাপক সভাপতি এবং সম্পাদক কে ছিলেন?

Ans: নরনিরায়ন সিংহ সভাপতি এবং জগন্নাথ বরুয়া সম্পাদক।

95. উনিশ শতকের শেষের দিকে জনসাধারন দলের জায়গা কে নিয়েছিল?

Ans: রায়ত সভাসমূহ।

96. কত সনে ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ রাজমুকুটের অধীন গিয়েছিল?

Ans: ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

97. ‘পূর্ববঙ্গ এবং অসম এই নতুন প্রদেশটির রাজধানী কোথায় স্থাপন করা হয়েছিল?

Ans: ঢাকা।

98. অসমের প্রথম সর্বজনীন রাজনৈতিক অনুষ্ঠান কি ছিল?

Ans: যোরহাট সার্বজনিক সভা।

99. ‘অসমীয়া লিটারেরি সোসাইটি কবে এবং কার নেতৃত্বে গঠিত হয়?

Ans: দেবীচরণ বরুয়া এবং গুণগোবিন্দ ফুকনের নেতৃত্বে ১৮৭২ সনে ‘অসমীয়া লিটারেরী সোসাইটি, গঠিত হয়েছিল।

100. গান্ধীর লবন সত্যাগ্রহের প্রতি অসমের কোন কোন নেতা সমর্থন জানিয়েছিলেন? 

Ans: হেমচন্দ্র বরুয়া, মহম্মদ তৈয়বুল্লা, বিষ্ণুরাম মেনি, অম্বিকাগিরি রায়চৌধুরী।

We Hope the given MCQ Questions for Class 10 Social Science With Answer will help you. If you Have any Regarding, Class 10 Social Science Multiple Choice Question and Answer, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top