SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি Notes in Bengali PDF Download. SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি Solutions in Bengali. Which you Can Download PDF Notes Class 9 Science Multiple Choice Question Answer in Bengali for using direct Download Link Given Below in This Post.

SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি

Today’s We have Shared in This Post Important Question Answer SEBA Class 9 Science MCQ Chapter 11 কার্য এবং শক্তি Suggestions in Bengali. SEBA Class 9 Science Chapter 11 কার্য এবং শক্তি Notes PDF Download. I Hope, you Liked The information About The SEBA Class 9 Science Chapter 11 কার্য এবং শক্তি If you liked SEBA Class 9 Science MCQ and Short Types Question Answer in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

কার্য এবং শক্তি

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. কার্যের একক____।

(a) নিউটন।

(b) জুল।

(c) ওয়াট।

(d) অশ্বক্ষমতা।

Ans: (b) জুল।

2. শক্তির একক______।

(a) নিউটন/সেকেন্ড।

(b) ওয়াট/সেকেন্ড।

(c) মি. জুল/সেকেন্ড।

(d) জুল/মিটার।

Ans: (c) মি. জুল/সেকেন্ড।

3. যখন একটি বস্তু অবাধে পৃথিবীর দিকে পড়ে, তখন তার মোট শক্তি _____।

(a) বৃদ্ধি পায়।

(b) কমে।

(c) স্থির থাকে।

(d) প্রথমে বাড়ে তাপর কমে।

Ans: (a) বৃদ্ধি পায়।

4. একটি বস্তুর ভর দ্বিগুণ হয়ে গেলে তার সম্ভাব্য শক্তি কী হবে_____।

(a) অর্ধেক।

(b) দ্বিগুণ।

(c) এক তৃতীয়াংশ।

(d) এক চতুর্থাংশ।

Ans: (b) দ্বিগুণ।

5. অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি____।

(a) 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।

(b) 1 অশ্বক্ষমতা = 647 ওয়াট।

(c) 1 অশ্বক্ষমতা = 674 ওয়াট।

(d) 1 ওয়াট = 746 অশ্বক্ষমতা।

Ans: (a) 1 অশ্বক্ষমতা =746 ওয়াট।

S.L. NO.সূচী-পত্ৰ
পাঠ -১আমাদের পরিবেশে থাকা পদার্থ
পাঠ -২আমাদের চারপাশে থাকা পদার্থ কি বিশুদ্ধ
পাঠ -৩অনু এবং পরমাণু
পাঠ -৪পরমাণুর গঠন
পাঠ -৫জীবনের মৌলিক একক
পাঠ -৬কলা
পাঠ -৭জীবের বৈচিত্ৰ্য
পাঠ -৮গতি
পাঠ -৯বল এবং গতি বিষয়ক সূত্ৰসমূহ
পাঠ -১০মহাকৰ্ষণ
পাঠ -১১কার্য এবং শক্তি
পাঠ -১২শব্দ
পাঠ -১৩আমরা অসুস্থ হই কেন
পাঠ -১প্রাকৃিতিক সম্পদ
পাঠ -১খাদ্য সম্পদের উৎকৰ্ষ সাধন

6. একটি বস্তুর উপর করা কাজ নির্ভর করে না______।

(a) স্নানচ্যুতি।

(b) বল প্রয়োগ।

(c) বল এবং স্থানচ্যুতির মধ্যে কোণ।

(d) বস্তুর প্রাথমিক বেগ।

Ans: (d) বস্তুর প্রাথমিক বেগ।

7. কোনটি ভেক্টর ______।

(a) কাজ শেষ।

(b) শক্তি।

(c) ভরবেগ।

(d) ক্ষমতা।

Ans: (a) কাজ শেষ।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

8. আমরা কখন কার্য সম্পাদন হওয়া বলিয়া বুঝি?

Ans: কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করার ফলে বলের প্রয়োগ বিন্দুর স্থানান্তর হইলে কার্য সম্পাদিত হইয়াছে বলা হয়। কখনও বল প্রয়োগ হওয়া সত্ত্বেও বলের প্রয়োগ বিন্দুর স্থানান্তর হয় না এক্ষেত্রে কার্য সম্পাদন হয় না।

9. একটি বস্তুর সরণের দিকে প্রয়োগ হওয়া বলের দ্বারা সম্পাদিত কার্যের প্রকাশ রাশি লিখ।

Ans: কার্য (W) = বল (Force) ×সরণ (Displace- ment)

10. 1 এক জুলের সংজ্ঞা লিখ।

Ans: কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করিলে যদি বস্তুর দিকে সরণের পরিমাণ এক মিটার হয় তাহা হইলে সম্পাদিত কার্যের পরিমাণকে এক জুল বলে।

11. একটি বস্তুর গতিশক্তি বলিতে কি বুঝ?

Ans: গতিশক্তি: বস্তুর গতির ফলে সৃষ্টি হওয়া শক্তিকে গতিশক্তি বলে। গতিশক্তি বস্তুটির ভরবেগ এবং বেগের গুণফলের অর্ধেক। অতএব Eₖ =1/2mv²

12. শক্তির সংজ্ঞা কি?

Ans: কার্য করিতে পারা সামর্থকে শক্তি বলে।

13. একটি বস্তুর গতিশক্তির প্রকাশ রাশি লিখ।

Ans: কোনো একটি গতিশীল বস্তুর ভর m এবং বেগ v হইলে গতিশক্তি 1/2mv²

14. ক্ষমতা কাহাকে বলে?

Ans: একক সময়ে সম্পাদিত কার্যের পরিমাণকে ক্ষমতা বলে। ক্ষমতার এস. আই একক হইল ওয়াট= জুল/সেকেন্ড।

15. ওয়াট ক্ষমতার সংজ্ঞা লিখ?

Ans: কোনো একটি বস্তু প্রতি সেকেন্ডে। জুল কার্য সম্পাদিত করিলে বস্তুটির ক্ষমতা হইবে 1 ওয়াট। 1 ওায়ট = 1 জুল প্রতি সেকেন্ডে।

16. একটি বাল্ব 10 সেকেন্ডে 1000 জুল বৈদ্যুতিক শক্তি ব্যয় করে। ইহার ক্ষমতা কত?

Ans: এখানে, t = 10 সে. শক্তি = কাৰ্য = 1000 জুল।

∴ ক্ষমতা= কার্য/সময় = 1000 কার্য/সময়= 100 ওয়াট।

17. গড় ক্ষমতার সংজ্ঞা লিখ।

Ans: প্রয়োজন হওয়া মোট শক্তিকে সময় দ্বারা ভাগ করিলে গড় ক্ষমতা পাওয়া যায়।

∴ ক্ষমতা= মোট শক্তি/সময়।

18. ওয়াটের সংজ্ঞা লিখ।

Ans: এক সেকেণ্ডে সম্পাদিত হওয়া কার্যের পরিমাণ এক জুল হইলে ক্ষমতার পরিমাণ এক ওয়াট বলে ধরা হয়।

1 ওয়াট = 1জুল/ সময়

19. এক অশ্বশক্তি এবং এক কিলোওয়াটের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

Ans: 1 অশ্বশক্তি = 746 ওয়াট = 746 ওয়াট = 746/1000 কিলোওয়াট

= 746 কিলোওয়াট

20. শক্তি, ক্ষমতা, বল এবং ভরের এস. আই. একক কি কি?

Ans: ক্রমে জুল, ওয়াট, নিউটন, এবং কিলোগ্রাম।

21. এক কিলোগ্রাম ভরের ওজন কত?

Ans: 9.8 নিউটন।

22. কার্য এবং ক্ষমতার সম্পর্ক কি?

Ans: ক্ষমতা= কার্য/সময়।

23. অশ্বক্ষমতা কি?

Ans: অশ্বক্ষমতা ক্ষমতার একটি বৃহৎ একক ইয়ার মান 746 ওয়াট।

∴ 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।

24. শক্তির এককগুলি কি?

Ans: সি. জি. এস. পদ্ধতিতে শক্তির একক আর্গ এবং এম. কে. এস এবং এস. আই. পদ্ধতিতে শক্তির একক জুল।

25. কিলোওয়াট-ঘণ্টা এবং জুলের সম্পর্ক কি?

Ans: 1 কিলোওয়াট – ঘণ্টা = 1000 ওয়াট × 1 ঘণ্টা = 1000 (জুল/সে.) × 3600 সে. = 36 × 10⁵ জুল।

26. জুল = নিউটন × মিটার। — ব্যাখ্যা কর।

Ans: আমরা জানি, কার্য = বল × সরণ এম. কে. এস. পদ্ধতিতে কার্যের একক জুল এবং এই পদ্ধতিতে বলের একক নিউটন, সরণের একক মিটার।

∴ জুল = নিউটন × মিটার।

27. শক্তি স্কেলার রাশি না ভেক্টর রাশি?

Ans: শক্তি স্কেলার রাশি।

28. কার্য এবং শক্তির একক কি?

Ans: কার্য এবং শক্তির একক জুল। সম্পাদিত কার্যের পরিমাণের দ্বারা শক্তির পরিমাপ করা হয়। এইজন্যই কার্য একক শক্তির একক একই।

29. যান্ত্রিক শক্তি কাহাকে বলে? ইহাকে কয় ভাগে ভাগ করিতে পারি?

Ans: কোনো বস্তু যান্ত্রিক কার্য করিতে পারা সামর্থকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে দুইভাগে ভাগ করিতে পারি। যেমন – 

(ক) গতিশক্তি। 

(খ) স্থিতিশক্তি।

We Hope the given MCQ Questions for Class 9 Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top