SEBA Class 5 Environment Chapter 13 দুর্যোগ Question Answer in Bengali provided by The Roy Library is one of the best content available on the internet as well as many other offline books. is made for SEBA Board students. We ensure that You can completely trust this content. If you learn PDF from then you can Scroll Down and BUY PDF text book Solutions I hope You Can learn Better Knowledge.
SEBA Class 5 Environment Chapter 13 দুর্যোগ
Here we will provide you Bengali Medium SEBA Class 5 Environment Chapter 13 দুর্যোগ Textbook Question Answer absolutely free of cost. If you read this solution very carefully with proper understanding & then memorize questions by yourself you can score the maximum number of marks in your upcoming Exam.
দুর্যোগ
অনুশীলনী প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। উত্তরঃ লেখো ―
(ক) তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম।
উত্তরঃ বন্যা,ভূমিকম্প ও দাবানল।
(খ) দাবানল কিভাবে সৃষ্টি হয় ?
উত্তরঃ কখনও কখনও বন-জঙ্গলে প্রাকৃতিক কারণে নিজে নিজে আগুন জ্বলে দাবানল সৃষ্টি হয়।
(গ) ঔদ্যোগিক দুর্ঘটনা বলতে কী বুঝ ?
উত্তরঃ উদ্যোগসমূহে আকস্মিকভাবে দুর্ঘটনা হওয়াকে ঔদ্যোগিক দুর্ঘটনা বলা হয়।এটি মানবসৃষ্ট দুর্যোগ।
(ঘ) ভূমিকম্পের ফলে কী হতে পারে এ বিষয়ে তিনটি সম্ভাবনা লেখো।
উত্তরঃ ভূমিকম্পের ফলে হতে পারে –
(১) মাটি ফেটে জল ও বালি উপরে উঠে আসে।
(২) নদীর গতিপথ বদলে যায়।
(৩) ভূ-পৃষ্ঠের মাটি নিচের দিকে যাওয়ার ফলে খাল-বিল, জলাভূমি ইত্যাদির সৃষ্টি হয়।
(ঙ) ভূমিস্খলন হওয়ার তিনটি কারন লেখো ।
উত্তরঃ ভূমিস্খলন হওয়ার তিনটি কারন হলো–
(১) অবিরত ধারাবর্ষণ।
(২) বন্যা, ঝড়।
(৩) জলের প্রবল স্রোত।
প্রশ্ন ২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও―
‘ক’ | ‘খ’ |
ভূমিস্খলন | জলের উৎসগুলো শুকিয়ে যায়। |
খরা | জঙ্গলের আগুন। |
দাবানল | বিস্তৃতভাবে মাটি, বালি, পাথর ইত্যাদি খেসে পড়া। |
ভূমিকম্প | পৃথিবীর উপরিভাগ হটাৎ কেঁপে উঠে। |
উত্তরঃ
‘ক’ | ‘খ’ |
ভূমিস্খলন | বিস্তৃতভাবে মাটি, বালি, পাথর ইত্যাদি খেসে পড়া। |
খরা | জলের উৎসগুলো শুকিয়ে যায়। |
দাবানল | জঙ্গলের আগুন। |
ভূমিকম্প | পৃথিবীর উপরিভাগ হটাৎ কেঁপে উঠে। |
প্রশ্ন ৩। শূন্যস্থান পূর্ণ করো ―
(ক) ১৯৫০ খ্রিস্টোব্দে অসম বড়ো____হয়েছিল।
উত্তরঃ ভূমিকম্প।
(খ) ভূপাল গ্যাস দুর্ঘটনা____খ্রিস্টোব্দে হয়েছিল ।
উত্তরঃ ১৯৮৪।
(গ) সামাজিক বনানীকরণ____ রোধ করে।
উত্তরঃ ভূমিস্খলন।
(ঘ) বজ্রপাত প্রাকৃতিকভাবে জঙ্গলে ____লাগায়।
উত্তরঃ দাবানল।
(ঙ) ভূমিকম্পের ফলে নদীর____ বদলে যায়।
উত্তরঃ গতিপথ।
প্রশ্ন ৪। নীচের দেওয়া দুর্যোগগুলো থেকে রেহাই পাওয়ার জন্য তিনটি ব্যবস্থার বিষয়ে লেখো –
(ক) কৃত্রিম বন্যা।
(খ) ভূমিস্খলন।
(গ) দাবানল।
উত্তরঃ (ক) কৃত্রিম বন্যা :- কৃত্রিম বন্যা থেকে রেহাই পাওয়ার জন্য তিনটি ব্যবস্থার হলো-
(১) নদীতে বাঁধ নির্মাণ।
(২) বন্যা প্রতিরোধক নির্মাণ।ও
(৩) জলাশয়গুলোর সংরক্ষণের ব্যবস্থা করা।
(খ) ভূমিস্খলন :- ভূমিস্খলন থেকে রেহাই পাওয়ার জন্য তিনটি ব্যবস্থার হলো-
(ক) বনানী ধ্বংস রোধ করা।
(খ) অযথা খনন কার্য্ রোধ করা।
(গ) দাবানল :- দাবানল থেকে রেহাই পাওয়ার জন্য তিনটি ব্যবস্থার হলো-
(ক) বিদ্যুৎ পরিবাহী তার বন-জঙ্গলে ছিঁড়ে পড়া রোধ করা।
(খ) অযথা জঙ্গলে আগুন জলানো রোধ করা।
(গ) মানবসৃষ্ট দাবানল সৃষ্টি রোধ করা।
প্রশ্ন ৫। দুর্যোগ বলতে কী বুঝ ?
উত্তরঃ ভয়াবহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা বা পরিঘটনা পরিবেবেশের অভাবনীয় ক্ষতি করে ।এই ঘটনা বা পরিঘটনাগুলোকে দুর্যোগ বলে।
Unit | সূচীপত্র | Link |
পাঠ – ১ | আমাদের পরিবেশ | Ans |
পাঠ – ২ | পরিস্থিতি তন্ত্র | Ans |
পাঠ – ৩ | অসমের সংস্কৃতি | Ans |
পাঠ – ৪ | প্রাকৃতিক সম্পদ | Ans |
পাঠ – ৫ | সম্পদ সংরক্ষণ | Ans |
পাঠ – ৬ | আবহাওয়া | Ans |
পাঠ – ৭ | আহারের প্রয়োজনীয়তা | Ans |
পাঠ – ৮ | জীবনধারণ প্রণালী | Ans |
পাঠ – ৯ | আমাদের সামাজিক সমস্যা | Ans |
পাঠ – ১০ | পরিবেশ প্রদূষণ | Ans |
পাঠ – ১১ | যাতায়াত | Ans |
পাঠ – ১২ | উদ্যোগ | Ans |
পাঠ – ১৩ | দুর্যোগ | Ans |
পাঠ – ১৪ | স্বাধীনতা আন্দোলনে অসমের ভূমিকা | Ans |
পাঠ – ১৫ | আমাদের সংবিধান | Ans |
পাঠ – ১৬ | গ্রাম পঞ্চায়েত | Ans |
পাঠ – ১৭ | আমাদের দেশ ভারতবর্ষ | Ans |
পাঠ – ১৮ | আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ | Ans |
প্রশ্ন ৬। কৃত্রিম বন্যা কিভাবে সৃষ্টি হয় তার তিনটি কারণ লেখো।
উত্তরঃ শহর বা নগরে বড়ো বড়ো অট্টালিকা,উদ্যোগ ইত্যাদি অপরিকল্পিত ভাবে নির্মাণ করা হয়েছে।এগুলোর আবর্জনা নালা-নর্দমার পাশে, কখনো মাটিতে স্তূপকারে রাখা হয়।অতিরিক্তি বৃষ্টিপাত হলে বৃষ্টির জল এসব আবীর্জনা নলা-নর্দমাতে জমা করে। ফলে বৃষ্টির জল নালা-নর্দমা দিয়ে প্রবাহিত হতে পারে না এবং কৃত্তিম বন্যার সৃষ্টি হয়।
খাল-বিল ইত্যাদিতে মাটি ভরাট করে মানুষ বসতি স্থাপন করার ফলে বৃষ্টির জল জমা হওয়ার জন্য জলাশয়ে অভাব হয়।যার ফল-স্বরূপ এক পশলা বৃষ্টি হলে বাড়ি-ঘর,রাস্তা-ঘাট ইত্যাদি প্লাবিত হয়।
পাহাড়ের গাছপালা ইত্যাদি কেটে ফেলার ফলে পাহাড়ের মাটি বৃষ্টির জলের সঙ্গে নেমে এসে সমতল অঞ্চলের শহর বা নগরের নালা-নর্দমা ইত্যাদি ভরাট করে ফেলে এবং সেগুলো দিয়ে জল প্রবাহিত হতে না পেরে কৃত্তিম বন্যার সৃষ্টি হয়।
প্রশ্ন ৭। সুনামি কী ?
উত্তরঃ ভূমিকম্পের ফলে সাগরের জলে ঢেউ-এর সৃষ্টি হয়।এই ঢেউ অনেক মিটার উপরে উঠে বিস্তৃতভাবে চারপাশে আছড়ে পড়ে সমুদ্রের উপকূল অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি করে থাকে।একে ‘সুনামি’ বলে অভিহিত করা হয়।
প্রশ্ন ৮। নদীবাঁধ নির্মাণ করে সরকার পরিচালিত তিনটি প্রকল্পের নাম লেখো
উত্তরঃ নদীবাঁধ নির্মাণ করে সরকার পরিচালিত তিনটি প্রকল্পের নাম হলো-
(১) জলসিঞ্চন ব্যবস্থা।
(২) জলবিদ্যুৎ উৎপাদন।এবং
(৩) দূরবর্তী অঞ্চলে জল সরবরাহ প্রকল্প।
প্রশ্ন ৯। খরা বলতে কী বুঝ ?
উত্তরঃ
খরা হল এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। অনেক দিন বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূ-পৃষ্ঠের ও ভূ-গর্ভের জলের উৎস গুলো শুকিয়ে যায়।মাটি শুকিয়ে যাওয়ার ফলে তাতে ফাটল দেখা যায়।মানুষ, প্রাণী, পাখি ও উদ্ভিদের জলের খুব অভাব হয়।গাছপালা শুকিয়ে যায়।জলের অভাবে চাষ না হওয়ার জন্য দুর্ভিক্ষ দেখা দেয়।
খরা মানবসৃষ্ট হতে পারে।যেমন তেমনভাবে গাছপালা কেটে ফেলার ফলে বৃষ্টিপাতের পরিমান কমে খরার সৃষ্টি হয়।
প্রশ্ন ১০। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের তিনটি কার্যসূচির বিষয়ে লেখো ।
উত্তরঃ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকারে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে।তার মধ্যে তিনটি হল―
(১) নদীতে বাঁধ নির্মাণ।
(২) বন্যা প্রতিরোধক বাঁধ নির্মাণ।
(৩) নদী ভাঙন রোধের ব্যবস্থা।
ক্রিয়াকলাপ
প্রশ্ন ১। খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি থেকে বিভিন্ন স্থানে সংঘটিত দুর্যোগের ফটো সংগ্রহ করে একটি এলবাম প্রস্তুত করো।
উত্তরঃ শিক্ষক/শিক্ষয়ত্রীর সাহায্য নিয়ে বিভিন্ন স্থানে সংঘটিত দুর্যোগের ফটো সংগ্রহ করে একটি এলবাম প্রস্তুত করতে হবে।
■ দলগত কার্য―
প্রশ্ন ২। দলে আলোচনা করে এরূপ প্রাকৃতিক দুর্যোগের দুটি পৃথক তালিকা প্রস্তুত করো,যেসব দুর্যোগ ইচ্ছে করলে মানুষ রোধ করতে পারে বা বা রোধ করতে পারে না ।
উত্তরঃ নিজেরা চেষ্টা করো ।
প্রশ্ন ৩। অসমের প্রায় সব অঞ্চলে প্রতিবছর বন্যা হয়।বন্যা হওয়ার পূর্বে, বন্যার সময় ও বন্যার পরে সাধারণত কী ধরণের ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে তিনটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ শিক্ষক/শিক্ষয়ত্রীর সাহায্য নিয়ে নিজেরা চেষ্টা করো।
অতিরিক্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন ১। ভূমিকম্পের ফলে কী কী পরিবর্তন হয় ?
উত্তরঃ
ভূমিকম্পের ফলে হয়ে থাকে―
(১) কখনো মাটি ফেটে জল ও বালি উপরে উঠে আসে।
(২) ঘর-বাড়ি ভেঙে যায়।
(৩) নদীর গতিপথ বদলে যায়।
(৪) নদীর বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়।
(৫) কখনো ভূমিস্খলন হয়।
(৬) ভূ-পৃষ্ঠ থেকে মাটি, বালি, শিলা ইত্যাদি উঠে এসে নিচু স্থান উঁচু হয়।
(৭) ভূ-পৃষ্ঠের মাটি নীচের দিকে যাওয়ার ফলে খাল-বিল, জলাভূমি ইত্যাদির সৃষ্টি হয়।
প্রশ্ন ২। ভূমিকম্প রোধ করতে করণীয় ব্যবস্থা গুলি কী কী ?
উত্তরঃ ভূমিকম্প রোধ করতে করণীয় ব্যবস্থা গুলি হলো–
(১) ভয় পেয়ে দৌড়াদৌড়ি না করা।
(২) ঘরের মধ্যে থাকলে বিছানা বা টেবিলের নীচে আশ্রয় নেওয়া।
(৩) বিদ্যালয়ে থাকলে বেঞ্চ বা টেবিলের নীচে আশ্রয় নিয়ে খুঁটিতে জোরে ধরে থাকতে হয়।
(৪) সম্ভব হলে খোলা জায়গায় আশ্রয় নেওয়া।
(৫) আগুন জ্বালানো থাকলে নেভানোর চেষ্টা করা।
(৬) উঁচু গাছের নীচে থেকে সরে যাওয়া।
(৭) বড়ো বড়ো ফ্লেট বাড়ি থেকে বেরোনোর সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা।
প্রশ্ন ৩। বন্যার কবল থেকে অব্যাহতি পাওয়া কয়েকটি উপায়ের উল্লেখ করো ।
উত্তরঃ বন্যার কবল থেকে অব্যাহতি পাওয়া কয়েকটি উপায় হলো―
(১) জলাশয় ভেড়াট করে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি নির্মাণ বন্ধ করা।
(২) জলাশয়গুলোর সংরক্ষনের ব্যবস্থা করা।
(৩) জল যাওয়ার জন্য নলা-নির্দমা খনন করা।
(৪) আবর্জনা যেখানে সেখানে স্তূপীকৃত করে না রাখা।
(৫) বৃক্ষ রোপন করা।
(৬) ঘরের ভিটে উঁচু করা।
প্রশ্ন ৪। দুর্যোগের সাধারণ প্রভাব কী তা উল্লেখ করো।
উত্তরঃ (১) দুর্যোগের ফলে বনাঞ্চল ধ্বংস হয়ে।
(২) মানুষ ও প্রাণী বিপদের সম্মুখীন হয় বা বা মৃত্যুমুখে পড়ে।
(৩) প্ৰাকৃতিক পরিবেশ বিনষ্ট হয়।
(৪) এক একটি বৃহৎ এলাকায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অভাব হয়।
(৫) দুর্যোগের প্রভাবে পরিবেশ প্রদূষিত হয়।
(৬) জনসাধারণ ভীতিগ্রস্ত হয়
(৭) দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
প্রশ্ন ৫। ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি হ্রাস করতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত ?
উত্তরঃ অপরিকল্পিত ভাবে বহুতল বাড়ি বানানো অনুচিত।ঘরের দেওয়াল,চাল, খুঁটি ইত্যাদির ফাটল বা ভাঙা অংশ মেরামত করা।
ছুটো খাটো আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসার বাক্স রাখতে হয়। বিদ্যুৎ সংযোগে ত্রুটি থাকলে তা মেরামত করা।
ভূমিকম্পের বিভিন্ন সতর্কবার্তা ও খবরাখবর রেডিও এবং দুরদর্শনে প্রচার করা হয়।ঘরে ব্যেটেরি চালিত রেডিও রাখা প্রয়োজন, যাতে ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সব খবর আমরা পেতে পারি।
ভূমিকম্পের সময় পরিবারের সব সদস্য রন্ধন গ্যাস,জল,বৈদ্যুতিক বাতি ইত্যাদির সংযোগ বিচ্ছিন্ন করার কথা মনে রাখতে হবে।
প্রশ্ন ৬। কোন ঘটনা ‘ভূপাল গ্যাস দুর্ঘটনা’ হিসেবে খ্যাত ?
উত্তরঃ ১৯৮৪ খ্রিস্টোব্দে মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত ‘ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড’-র এর কারখানা থেকে দুর্ঘটনাবশত বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল ।এই গ্যাস৫কিমি পর্যন্ত বাতাসে মিশে গিয়েছিল।ফলে মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাণীরও এই বিষাক্ত গ্যাস সেবনের ফলে মৃত্যু হয়।এ ঘটনা ‘ভূপাল গ্যাস’দুর্ঘটনা হিসেবে বিখ্যাত।
প্রশ্ন ৭। শূন্যস্থান পূর্ণ করো –
(ক) ____ভারতে ভূমিকম্পের প্রবণতা বেশি।
উত্তরঃ উত্তর-পূর্ব।
(খ) হিমালয়ের পাদদেশিয় অঞ্চলে প্রায়ই ____
হতে দেখা যায়।
উত্তরঃ ভূমিস্খলন ।
(গ) বন্যার জলবাহিত____খুবই উর্বর হওয়া জন্য শস্য উৎপাদনে সাহায্য করে ।
উত্তরঃ পলিমাটি।
(ঘ) বন-জঙ্গলের আগুনকে____বলে।
উত্তরঃ দাবানল।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.