Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share With You, The Complete Bengali Medium Syllabus of AHSEC Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ Question Answer in Bengali. Are you a Student of Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ Notes in Bengali. Which you Can Download Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ Solutions in Bengali for free using direct Download Link Given Below in This Post.

Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ

Today’s We have Shared in This Post, Class 12 Economics Chapter 4 আয় নির্ধারণ Question Answer Bengali Medium for Free with you. HS 2nd Year Economics Notes in Bengali I Hope, you Liked The information About The HS 2nd Year Economics Question Answer in Bengali PDF. if you liked Assam AHSEC Solutions for Class 12 Economics in Bengali Then Please Do Share this Post With your Friends as Well.

আয় নির্ধারণ

ক – অংশ (সমষ্টিগত অর্থবিজ্ঞান)

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তরঃ

প্রশ্ন ১। সামগ্রিক চাহিদা কী ?  

উত্তরঃ ঘরোয়া খণ্ড, উৎপাদন প্রতিষ্ঠান এবং সরকার একটি অর্থনীতিতে নির্দিষ্ট বছরে উৎপাদিত দ্রব্য এবং সেবা ক্রয় করতে যে পরিমাণ মুদ্রা খরচ করে তাকে সামগ্রিক চাহিদা বলে। অর্থাৎ একটি অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য ও সেবার মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলে।

প্রশ্ন ২। প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) যদি 0.3 হয়, আয়ু গুণক নির্ধারণ করো।

উত্তরঃ 

প্রশ্ন ৩। Ceteris Paribus এর আক্ষরিক অর্থ কী ?

উত্তর। ‘সেটারিস পারিবাস’ (Ceteris Paribus) এর আক্ষরিক অর্থ ‘অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে।’

প্রশ্ন ৪। ‘একটি নির্দিষ্ট বছরে জনসাধারণ যা ব্যবহার করে তাকে উপভোগ বলে কিন্তু ওই সময়ে ব্যবহার করার যে পরিকল্পনা করা হয়েছিল তা ধরা হবে না’ শুদ্ধ না অশুদ্ধ লেখো।

উত্তরঃ অশুদ্ধ।

প্রশ্ন ৫। অর্থনীতির ভারসাম্য অবস্থাতে যখন চূড়ান্ত দ্রব্যের বাজার ভারসাম্যতা থাকে, তখন প্রত্যাশিত যোগান প্রত্যাশিত চাহিদার সমান হয়। (শুদ্ধ না অশুদ্ধ লেখো।)

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ৬। শূন্যস্থান পূর্ণ করো।

পরিকল্পিত উপভোগের মূল্যকে ……….উপভোগ বলা হয়।

উত্তরঃ প্রত্যাশিত।

প্রশ্ন ৭। শূন্যস্থান পূর্ণ করো।

চলকের প্রকৃত মূল্যের বিপরীতে তার পরিকল্পিত মূল্যকে ……….. বলা হয়।

উত্তরঃ প্রত্যাশিত।

প্রশ্ন ৮। মানুষ যত বেশি মিতব্যয়ী হয়, তাদের সঞ্চয় তত কম হয় বা পূর্বের সমান থাকে এই অবস্থানের / পরিস্থিতির নাম লেখো।

উত্তরঃ মিতব্যয়িতার আপাত স্ববিরোধী চরিত্র।

প্রশ্ন ৯। একটি ধ্রুবকের মানের পরিবর্তনের ফলে রেখাচিত্রের পরিবর্তনকে বলা হয়। (শূন্যস্থান পূর্ণ করো)

উত্তরঃ পরামিতিক/বেষ্টনীগত পরিবর্তন (Parametric shift) |

প্রশ্ন ১০। শুদ্ধ উত্তর বেছে শূন্যস্থান পূর্ণ করো।

অতিরিক্ত ভোগ ও অতিরিক্ত আয়ের অনুপাতটি হল ………..

(প্রান্তিক সঞ্চয় প্রবণতা/প্রান্তিক ভোগ প্রবণতা/প্রান্তিক আয়)

উত্তরঃ প্রান্তিক ভোগ প্রবণতা (MPC)।

প্রশ্ন ১১। প্রান্তিক ভোগ প্রবণতার অর্থ লেখো।

উত্তরঃ অতিরিক্ত আয়ে অতিরিক্ত উপভোগের অনুপাতকে প্রান্তিক ভোগ প্রবণতা বলে।

প্রশ্ন ১২। প্রত্যাশিত বিনিয়োগের সংজ্ঞা দাও।

উত্তরঃ পরিকল্পিত বিনিয়োগের মূল্যকে প্রত্যাশিত বিনিয়োগ বলে।

প্রশ্ন ১৩। গুণক এবং প্রান্তিক উপভোগের প্রবণতার মধ্যে সম্পর্ক দেখাও।

উত্তরঃ গুণক এবং প্রান্তিক উপভোগ পরস্পর সম্পর্কিত। প্রান্তিক ভোগ প্রবণতা অধিক হলে গুণক অধিক হবে।

প্রশ্ন ১৪। MPS এর মান শূন্য হলে, MPC এর মান কত ?

উত্তরঃ ⇒ MPC + MPS = 1

⇒ MPC = 1- MPS

⇒ MPC = 1 – 0

⇒ MPC = 1

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। মূলধন গঠনের একটি উৎস লেখো।

উত্তরঃ সঞ্চয়।

প্রশ্ন ২। ‘Capital is produced means of production’ অর্থাৎ মূলধন হল ‘উৎপাদনের উৎপাদিত উপাদান’ – এই উক্তিটি কার ?

উত্তরঃ অর্থনীতিবিদ বম বাওয়ার্ক।

প্রশ্ন ৩। মূলধন কী ?

উত্তরঃ যে বস্তু একবার উৎপন্ন হয়ে অন্য বস্তু উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, তাকেই মূলধন বলা হয়। যেমন- মেশিন, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি।

প্রশ্ন ৪। কেইনসীয়ান অর্থনীতিবিদ দুজনের নাম লেখো।

উত্তরঃ মিলটন ফ্রিডম্যান, রবিনসন।

প্রশ্ন ৫। ধ্রুপদী/সংস্থাপিত দুজন অর্থনীতিবিদের নাম লেখো।

উত্তরঃ  অ্যাডাম স্মিথ, মালথাস, রিকার্ডো।

প্রশ্ন ৬। Macro অর্থনৈতিক বিশ্লেষণকে ‘আয় ও নিয়োগ তত্ত্ব’ বলা হয় কেন ?

উত্তরঃ সমষ্টিগত অর্থনৈতিক তত্ত্ব একটি অর্থনীতির আয় এবং নিয়োগ নির্ধারণ পদ্ধতি ব্যাখ্যা করে, সেজন্য Macro অর্থাৎ সমষ্টিকেন্দ্রিক অর্থনৈতিক তত্ত্বকে ‘আয় ও নিয়োগ তত্ত্ব’ বলা হয়।

প্রশ্ন ৭। প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ MPC কেন একের অধিক হয় না ?

উত্তরঃ MPC সর্বদা 1 এর নিচে থাকে। কারণ, আয়ের কিছু অংশ মানুষ সঞ্চয় করে।

প্রশ্ন ৮। Autonomous / স্বয়ংচালিত বিনিয়োগ কী ?

উত্তরঃ আয় নিরপেক্ষ বিনিয়োগকে স্বয়ংচালিত বিনিয়োগ বলে।

প্রশ্ন ৯। Induced / অভিপ্রেত বিনিয়োগ কী ?

উত্তরঃ আয়ের স্তরের ওপর নির্ভর করে যে বিনিয়োগ করা হয়, তাকে অভিপ্রেত বা উদ্দেশ্যমূলক বিনিয়োগ বলে।

প্রশ্ন ১০। MPC এবং MPS এর মধ্যে সম্পর্ক কী ?

উত্তরঃ MPC + MPS = 1

প্রশ্ন ১১। কার্যকরী চাহিদা কী ?

উত্তরঃ কার্যকরী চাহিদা হল সামগ্রিক চাহিদার নির্দিষ্ট স্তর, যে স্তরে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমান হয়।

প্রশ্ন ১২। ‘সে’-র (Say’s) বাজার বিধি উল্লেখ করো।

উত্তরঃ ‘সে’-র বাজার বিধি অনুযায়ী, Supply creates its own demand অর্থাৎ যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে।

প্রশ্ন ১৩। পরিবারের ভোগ কীসের ওপর নির্ভর করে ?

উত্তরঃ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।

প্রশ্ন ১৪। বিনিয়োগ গুণকের সর্বাধিক মূল্য কত ?

উত্তরঃ অসীম।

প্রশ্ন ১৫। বিনিয়োগ গুণকের সর্বনিম্ন মূল্য কত ?

উত্তরঃ 1 (one)

প্রশ্ন ১৬। উপভোগ কাকে বলে ?

উত্তরঃ প্রাকৃতিক উপকরণ ও মানুষের শ্রম দ্বারা যে সকল দ্রব্য ও সেবাকার্য উৎপাদন করা হয় ওদের প্রত্যক্ষ ও চূড়ান্ত ব্যবহারকে উপভোগ (consumption) বলে। যেমন – খাদ্য দ্রব্য ভোগ করা, পোশাক পরিধান করা, মোবাইল বা আসবাবপত্র ব্যবহার করা ইত্যাদি।

প্রশ্ন ১৭। Keynesian আয় নিরূপণ নক্সার 45° রেখাটির তাৎপর্য কী ? 

উত্তরঃ সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা পরস্পর সমান।

প্রশ্ন ১৮। স্বতন্ত্র ভোগব্যয় মানে কী ?

উত্তরঃ একটি অর্থনীতির সকল পরিবার বাঁচার তাগিদে ন্যূনতম স্তরের ভোগকে অর্থনীতির পরিভাষায় স্বতন্ত্র ভোগব্যয় বলে।

প্রশ্ন ১৯। আয় ও নিয়োগ নির্ধারণের প্রসঙ্গে অতিরিক্ত চাহিদার সংজ্ঞা দাও। 

উত্তরঃ প্রচলিত দামে বাজার যোগান থেকে বাজার চাহিদা বেশি হয়, এই পরিস্থিতিকে ‘অতিরিক্ত চাহিদা’ বলা হয়। এই অবস্থায় উৎপাদকরা যোগান হ্রাস করবে, ফলে আয় ও নিয়োগে বিরূপ প্রভাব পড়বে।

S.L No.CONTENTS
Chapter – 1সমষ্টিগত অর্থবিজ্ঞানের ভূমিকা
Chapter – 2জাতীয় আয় গণনা
Chapter – 3মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা
Chapter – 4আয় নির্ধারণ
Chapter – 5সরকারি বাজেট এবং অর্থনীতি
Chapter – 6বৈদেশিক বাণিজ্যযুক্ত সমষ্টিবাদী অর্থনীতি
Chapter – 7স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় অর্থনীতি ও ভারতীয় অর্থনীতি (1950-1990)
Chapter – 8উদারিকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়ণ: একটি মূল্যায়ন
Chapter – 9দারিদ্র্য
Chapter – 10ভারতের মানব মূলধন গঠন
Chapter – 11গ্রামোন্নয়ন
Chapter – 12কর্মসংস্থান
Chapter – 13পরিকাঠামো
Chapter – 14পরিবেশ ও সুস্থায়ী উন্নয়ন
Chapter – 15ভারত এবং তার প্রতিবেশী দেশসমূহের তুলনামূলক উন্নয়ন অভিজ্ঞতা

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর 

প্রশ্ন ১। প্রান্তিক সঞ্চয় প্রবণতা কী ?

উত্তরঃ আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক সঞ্চয়‌ প্রবণতা বলে।

প্রশ্ন ২। দীর্ঘকালে কেবল দামের তারতম্য ঘটে বলে ধরা হয় কেন ?

উত্তরঃ দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান থাকা অবস্থায় বাজার দর নির্ধারিত হয়। স্বল্পকালে চাহিদা ও যোগানের কোন পরিবর্তন হয় না বলে ধরা হয়। কিন্তু দীর্ঘকালে, চাহিদা ও যোগানের বাজার ক্রিয়া পরিবর্তন হওয়ায় বাজার দামের পরিবর্তন হয়। তাই, ধরা হয়, দীর্ঘকালে শুধু দামের তারতম্য ঘটে।

প্রশ্ন ৩। উৎপন্ন গুণিতক কী ?

অথবা, 

বিনিয়োগ গুণক কী ? যদি 200 কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধিতে আয় 800 কোটি টাকা বৃদ্ধি পায় তাহলে বিনিয়োগ গুণকের মান কত হবে নির্ণয় করো।

উত্তরঃ বিনিয়োগ গুণক হল বিনিয়োগের পরিবর্তন ও  আয়ের পরিবর্তনের অনুপাত।

উদাহরণস্বরূপ, 200 কোটি টাকা বিনিয়োগ বৃদ্ধি পেলে জাতীয় আয় যদি 600 কোটি টাকা বৃদ্ধি পায়, তাহলে গুণক হবে 3।

প্রশ্ন ৪। উপভোগ ব্যয় কী ?

উত্তরঃ একটি অর্থনীতির সকল পরিবার ব্যক্তিগত উপভোগের উদ্দেশ্যে দ্রব্য এবং সেবা ক্রয় করা মোট ব্যয়কে উপভোগ ব্যয় বলে।

প্রশ্ন ৫। একটি অর্থ ব্যবস্থায় যদি প্রান্তিক ভোগ প্রবণতা (C) 0.9 হয়, তাহলে আয় গুণকের মান বের করো।

উত্তরঃ

প্রশ্ন ৬। একটি অর্থনীতির স্বয়ংচালিত (autonomous) ভোগ হল 500 কোটি টাকা, স্বয়ংচালিত বিনিয়োগ 150 কোটি টাকা, সরকারি ব্যয় 200 কোটি টাকা এবং ব্যক্তিগত আয় 600 কোটি টাকা। যদি প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) 0.8 হয়, তাহলে অর্থনীতির সামগ্রিক আয়ম্ভর নির্ণয় করো।

প্রশ্ন ৭। মিতব্যয়িতার আপাত স্ববিরোধী চরিত্র/আপাতবিরোধী সত্য (Paradox of thrift) ব্যাখ্যা করো।

উত্তরঃ ‘মিতব্যয়িতার আপাত বিরোধী সত্য’ এই আপ্তবাক্যটি অধ্যাপক কেইনসের আয় সত্য এই পরিস্থিতিতে মানুষ যত বেশি মিতব্যয়ী হয়, তাদের সঞ্চয় ততো কম হয়, বা পূর্বের সমান থাকে।

প্রশ্ন ৮। গুণক (K) ও প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) এর মধ্যে সম্পর্ক কী?

উত্তরঃ

প্রশ্ন ৯। গুণক এবং প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে সম্পর্ক কী?

উত্তরঃ 

প্রশ্ন ১০। সঞ্চয় কাকে বলে ?

উত্তরঃ আয়ের যে অংশ ব্যয় করা হয় না, সেই অংশটিকে সাধারণতঃ সঞ্চয় বলা হয়। সূত্রাকারে বলা যায়, S = Y – C

এখানে, 

S = সঞ্চয়

Y = আয়

C = ভোগ/ ব্যয়

অতিরিক্ত প্রশ্নোত্তর

প্রশ্ন ১। এমন তিনটি বিষয়ের নাম লেখো যাদের ওপর সঞ্চয় নির্ভর করে।

উত্তরঃ (১) সঞ্চয়ের ইচ্ছা। 

(২) সঞ্চয়ের ক্ষমতা। 

(৩) সুদের হার।

প্রশ্ন ২। ‘মানুষ মিতব্যয়ী হওয়ার সাথে সাথে তাঁদের সঞ্চয় কমে বা আগের সমান থাকে।’ – এই বিখ্যাত উক্তিটি কার? এটা কোন বিধির সাথে জড়িত ?

উত্তরঃ এই উক্তিটি অধ্যাপক কেইনসের। এই উক্তিটি ‘মিতব্যয়িতার আপাতবিরোধী সত্য’ ধারণার সঙ্গে জড়িত।

প্রশ্ন ৩। অধ্যাপক কেইনসের মূল কথা/ প্রতিপাদ্য বিষয় কী কী ?

উত্তরঃ অধ্যাপক কেইনস বিশ্বাস করতেন –

(১) পূর্ণ নিয়োগাবস্থা কম হলেও একটি অর্থনীতি ভারসাম্যে পৌঁছতে পারে।

(২) চাহিদাই যোগান সৃষ্টি করে।

(৩) উৎপাদন স্তর, আয় ও নিয়োগ – এই তিনটি গুরুত্বপূর্ণ চলক সামগ্রিক চাহিদা দ্বারা নির্ধারিত হয়।

(৪) সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমাবস্থায় আনা সম্ভব।

প্রশ্ন ৪। প্রত্যাশিত ও প্রকৃত বিনিয়োগের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ পরিকল্পিত বিনিয়োগের মূল্যকে প্রত্যাশিত বিনিয়োগ বলে। অর্থাৎ একটি‌ নির্দিষ্ট বছরে সরকার বা উৎপাদক বিনিয়োগ বৃদ্ধির নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করবে, এটাকে বলা হবে প্রত্যাশিত বিনিয়োগ। কিন্তু প্রকৃত বিনিয়োগ হল একটি নির্দিষ্ট বছরে সরকার বা উৎপাদক বাস্তব অর্থে বিনিয়োগ করে।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর

প্রশ্ন ১। প্রত্যাশিত বিনিয়োগ কী ?

উত্তরঃ যখন উৎপাদক নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের নিমিত্তে নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে বিনিয়োগ করে, তাকে প্রত্যাশিত বা Ex-ante বিনিয়োগ বলে। উদাহরণস্বরূপ, যখন ভারত সরকার নিয়োগ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ বৃদ্ধির নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করবে, এটাকে বলা হবে প্রত্যাশিত বা পরিকল্পিত বিনিয়োগ। যখন ব্যবসায়িক প্রতিষ্ঠান লাভের উদ্দেশ্য সামনে রেখে বিনিয়োগ বৃদ্ধির বাসনা করে, সেটিও প্রত্যাশিত বিনিয়োগ হবে।

প্রশ্ন ২। প্রত্যাশিত উপভোগের ধারণাটি ব্যাখ্যা করো। 

উত্তরঃ সকল পরিবারের পরিকল্পিত মোট ভোগ ব্যয়কে প্রত্যাশিত উপভোগ বলে। ভোগ কার্যকে প্রকাশ করা যায়।

প্রশ্ন ৩। স্বনিরূপিত বিনিয়োগ এবং প্রণোদিত বিনিয়োগ ধারণা দুটি ব্যাখ্যা করো।

অথবা, 

স্বতন্ত্র বিনিয়োগ ও অভিপ্রেত বিনিয়োগের পার্থক্য লেখো। 

উত্তরঃ উন্নয়নমূলক পরিকল্পনার অধীনে সমাজ কল্যাণের উদ্দেশ্যে সরকার বা সরকারি কর্তৃপক্ষ যে বিনিয়োগ করে থাকেন, তা-ই স্বনিরূপিত বিনিয়োগ। সকল আয়স্তরে স্বতন্ত্র বিনিয়োগ স্থির থাকে। অর্থাৎ আয় অস্থিতিস্থাপক।

আয়স্তর, ভোগ, মূল্যস্তর, সুদের হার প্রভৃতির পরিবর্তন লক্ষ্য করে মুনাফা অর্জনের আশায় যে বিনিয়োগ করা হয় তাকে উদ্দেশ্যমূলক বা অভিপ্রেত বিনিয়োগ বলে। ঘরোয়া খণ্ড এবং ফার্ম অভিপ্রেত বিনিয়োগ করেছিল নন। অভিপ্রেত বিনিয়োগ আয়ের স্তরের সঙ্গে ধনাত্মকভাবে সম্পর্কিত অর্থাৎ এটি আয় স্থিতিস্থাপক।

তাদের সঞ্চয় ততো কম হয় বা পূর্বের সমান থাকে।

প্রশ্ন ৪। প্রত্যাশিত (Ex-ante) এবং বাস্তবায়িত (Ex-post) কী ?

উত্তরঃ চলকের বাস্তবমূল্যের বিপরীতে পরিকল্পিত মূল্যকে Ex-ante বা প্রত্যাশিত বলে। একটি অর্থনীতির প্রত্যাশিত উপার্জন, প্রত্যাশিত চাহিদা ও যোগান এবং প্রত্যাশিত বিনিয়োগের স্তরকে বুঝাতে Ex-ante শব্দটি ব্যবহার করা হয়।

চলকের পরিকল্পিত মূল্যের বিপরীতে বাস্তব বা আদায়কৃত মূল্যকে Ex-post বা বাস্তবায়িত বলে। একটি অর্থনীতির প্রকৃত উপার্জন, প্রকৃত চাহিদা, প্রকৃত যোগান ও প্রকৃত বিনিয়োগের স্তরকে বুঝাতে Ex-post শব্দটি ব্যবহার করা হয়।

প্রশ্ন ৫। প্রান্তিক সঞ্চয় প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য নির্ণয় করো।

উত্তরঃ প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে পার্থক্য উভয়ের সংজ্ঞার মধ্যে নিহিত আছে।

আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয়ের যে আনুপাতিক পরিবর্তন হয় তাকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) বলে। কিন্তু আয়ের পরিবর্তনের ফলে ভোগের যে আনুপাতিক পরিবর্তন হয় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) বলে।

সাংকেতিকভাবে, প্রান্তিক সঞ্চয় প্রবণতা 

আন্তঃসম্পর্ক ভিত্তিতে, প্রান্তিক সঞ্চয় প্রবণতা (MPS) = 1 – MPC, প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) = 1 – MPS

প্রশ্ন ৬। সামগ্রিক চাহিদার উপাদানগুলো কী কী ?

অথবা, 

সামগ্রিক চাহিদা কী ? সামগ্রিক চাহিদার উপাদানগুলি আলোচনা করো।

উত্তরঃ একটি দেশের একটি নির্দিষ্ট বছরে যে সকল দ্রব্য সামগ্রী উৎপাদন হয়, সেই সকল দ্রব্য সামগ্রীর মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলে।

সামগ্রিক চাহিদার উপাদানগুলো হল –

(১) পরিবারের ভোগ্য চাহিদা: পরিবার দৈনন্দিন ভোগকার্যের জন্য বিভিন্ন দ্রব্য ব্যবহার করে। পরিবার ভোগের জন্য কী পরিমাণ দ্রব্য ব্যবহার করবে, তা আয়ের স্তর এবং ভোগ প্রবণতা এ দুটি বিষয়ের ওপর নির্ভর করে। আয়ের পরিমাণ অধিক‌ হলে সাধারণত মোট ভোগের পরিমাণ অধিক হয় এবং আয়ের পরিমাণ কম হলে মোট ভোগের পরিমাণ কম হয়। ভোগ ব্যয় নির্ধারণের দ্বিতীয় বিষয় হচ্ছে ভোগ প্রবণতা। ভোগ্যদ্রব্য ক্রয়ের ইচ্ছার তীব্রতাকে ভোগ প্রবণতা বলে। ভোগ প্রবণতার একটি অন্যতম বিশেষত্ব হল ব্যক্তির আয় বৃদ্ধি পেলে ভোগের মাত্রা বৃদ্ধি পায় কিন্তু যে পরিমাণ আয় বৃদ্ধি ঘটে, সে পরিমাণ ভোগ বৃদ্ধি পায় না।

(২) ব্যক্তিগত বিনিয়োগ চাহিদা: অতিরিক্ত বাস্তব মূলধন সৃষ্টি হওয়াকে বিনিয়োগ বলে। যন্ত্রপাতি, কলকারখানা, উৎপাদনের সাজ সরঞ্জাম, কাঁচামাল ইত্যাদি প্রকৃত মূলধনের নেট বৃদ্ধির জন্য উৎপাদক বিনিয়োগ চাহিদা সৃষ্টি করে। উৎপাদকের বিনিয়োগ করার মূল প্রেরণা হচ্ছে মুনাফার প্রত্যাশা।

(৩) সরকারি ব্যয়: সরকার সমাজের চাহিদা মেটাতে ভোগ্যদ্রব্য ও মূলধনজাত দ্রব্য ক্রয় করতে পরিকল্পিত ব্যয় করে। সুতরাং, সরকারি ব্যয় হচ্ছে সামগ্রিক চাহিদার একটি অন্যতম উপাদান।

(৪) শুদ্ধ রপ্তানি: শুদ্ধ রপ্তানি হল কোন দেশে রপ্তানিকৃত দ্রব্যের চাহিদার তুলনায় অন্যান্য দেশ সেই দেশ থেকে অধিক দ্রব্য আমদানি করে। অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বিয়োগ করলেই শুদ্ধ রপ্তানি বের করা যায়।

প্রশ্ন ৭। একজন ব্যক্তির স্বতন্ত্র ভোগের পরিমাণ 500 কোটি টাকা এবং তার ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় হল 5000 কোটি টাকা। যদি তার প্রান্তিক ভোগ প্রবণতা 0.8 হয়, তাহলে সামগ্রিক ভোগের পরিমাণ নির্ণয় করো।

উত্তরঃ 

প্রশ্ন ৮। একটি অর্থব্যবস্থায় নতুন করে 1000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। যদি MPS = 0.4 হয়, তাহলে জাতীয় আয় কি পরিমাণে বৃদ্ধি পাবে ?

উত্তরঃ

সুতরাং, জাতীয় আয় 2500 কোটি টাকা বৃদ্ধি পাবে।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top