Hello Viewers Today’s We are going to Share SEBA Class 6 Bengali Chapter 12 খাই খাই Textbook Question Answer. Are you a Student of SEBA (Secondary Education Board of Assam). Class 6 Bengali Chapter 12 খাই খাই Which you Can Download PDF Class 6 Bengali Chapter 12 খাই খাই for free using direct Download Link Given Below in This Post.
SEBA Class 6 Bengali Chapter 12 খাই খাই
Today’s We have Shared in This Post, Class 6 Bengali Textbook Question Answer Chapter 12 খাই খাই for Free with you. Class vi Bengali Question Answer I Hope, you Liked The information About The Class 6th Ankuran Solutions in Bengali. if you liked SEBA Solutions for Class Six Bengali Notes Then Please Do Share this Post With your Friends as Well.
খাই খাই
ক-পাঠভিক্তিক ক্রিয়াকলাপ
প্রশ্ন ১ কবিতাটি শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়ো ও আবৃত্তি করো।
উত্তরঃ নিজে নিজে করো।
প্রশ্ন ২ উত্তর দাও।
(ক) কবিতাটির রচয়িতার নাম কী ?
উত্তরঃ কবিতাটির রচয়িতার নাম সুকুমার রায়।
(খ) ‘ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি’ বলতে কবিতায় কীসের কথা বলা হয়েছে ?
উত্তরঃ’ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি’ বলতে কবিতায় আমিষ- নিরামিষ, র্চব্য ও চোষ্য, রুটি, লুচি, ভাজাভাজি, টক, মিষ্টি, রান্নার কথা বলা হয়েছে।
(গ) ফলাহার বলতে কবিতায় কী বলা হয়েছে ?
উত্তরঃফলাহার বলতে কবিতায় চিড়ে-দৈ-এর কথা বলা হয়েছে।
(ঘ) কবিতায় বাইরের কোন কোন দেশের খাবারের কথা বলা হয়েছে ?
উত্তরঃ কবিতায় বাইরের দেশ যেমন ফ্রান্স, বার্মা, মাদ্রাজ, জাপান, চিন প্রভৃতি দেশ- বিদেশের খাবারের কথা বলা হয়েছে।
(ঙ) কবিতায় বর্ণনানুসারে বিদেশিরা কী কী খেতে পছন্দ করে ?
উত্তরঃ কবিতায় বর্ণনানুসারে বিদেশিরা ব্যাঙ, ডাম্পি, মাদ্রাজী ঝাল, ফড়িঙের ঘন্ট এবং আরশোলা প্রভৃতি খেতে পছন্দ করে।
প্রশ্ন ৩। শূন্যস্থান পূর্ণ করো।
(ক) খাওয়াব আজব খাওয়া,___ কয় যাহারে।
(খ) আর যাহা খায় লোকে__ ও বিদেশে।
(গ) জলযোগে___ খাওয়া শুধু__ নয় তা।
(ঘ) কত কী যে খায় লোকে নাহি__ কিনারা।
উত্তরঃ(ক) খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
(খ) আর যাহা খায় লোকে স্বদেশ ও বিদেশে।
(গ) জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা।
(ঘ) কত কী যে খায় লোকে নাহি তার কিনারা।
প্রশ্ন ৪। শিক্ষায়িত্রী/ শিক্ষকের সাহায্য নিয়ে নীচের পংক্তিগুলোর মূল ভাব জেনে নাও।
(ক) কত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে
(খ) আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য
(গ) কত কী যে খায় লোকে স্বদেশে ও বিদেশে
উত্তরঃ(ক) বাঙালি খাদ্যরসিক। তাই বাঙলা ভাষাতে প্রস্তুত খাদ্যের তালিকা দীর্ঘ।
(খ) মাছ, মাংস, ডিম, দুধ, দই, পায়েস, ঘি, মিষ্টি, শাক, ফল-মূল সবই বাঙালি চিবিয়ে- চিবিয়ে, চুষে-চুষে মজা করে খেতে ভালোবাসে।
(গ) স্বদেশে ও বিদেশের মানুষ নানারকম খাবার খায় যেমন—- ‘ব্যাঙ’, আরশুলা’ থেকে শুরু করে ‘ডাম্পি’, ঝাল, ফরিঙের ঘন্ট “কত কি যে খায় লোকে নাহি তার কিনারা।
SL.No. | সূচীপত্র |
পাঠ -১ | বলো বলো বলো সবে |
পাঠ -২ | তিন পণ্ডিত যুবক |
পাঠ -৩ | সংহতির সাধক হেমাঙ্গ বিশ্বাস |
পাঠ -৪ | হ্যালো বরাক |
পাঠ -৫ | কৃত্রিম উপগ্রহ |
পাঠ -৬ | বাংলা ভাষা ও সাহিত্য |
পাঠ -৭ | চলো যাই ভ্রমণে |
পাঠ -৮ | সবার আমি ছাত্র |
পাঠ -৯ | অমল ও দইওয়ালা |
পাঠ -১০ | অবিস্মরণীয়া দুই নারী |
পাঠ -১১ | ভারতের স্বাধীনতা সংগ্রামে ‘আজাদ হিন্দ ফৌজ’ |
পাঠ -১২ | খাই খাই |
পাঠ -১৩ | প্রকৃতির খেয়াল |
পাঠ -১৪ | ঠাকুমাকে কীভাবে পড়তে শিখিয়েছি |
পাঠ -১৫ | ধামাইল |
পাঠ -১৬ | শব্দ- সম্ভার |
খ-ভাষা অধ্যয়ন (ব্যবহারিক ব্যাকরণ)
প্রশ্ন ৫। দলে আলোচনা করে সমার্থক শব্দ বা প্রতিশব্দ লেখো।
উদাহরণ :- দিন—দিবা, দিবস, দিনমান।
জল—-
ভোজ—-
বিনা—–
কন্ঠ—–
উত্তরঃ
জল | বারি, সলিল, নীর। |
ভোজ | আহার, ভোজন, খাওয়া-দাওয়া। |
বিনা | ব্যতীত, ছাড়া, ভিন্ন। |
কন্ঠ | গলা, গ্ৰীবা, গলদেশ। |
প্রশ্ন ৬। নীচের শব্দগুলোর বিপরীত অর্থ লেখো।
শীত—- | নিরাশা— |
আমিষ— | স্বদেশ—- |
উত্তরঃ
শীত | গ্ৰীষ্ম | নিরাশা | আশা |
আমিষ | নিরামিষ | স্বদেশ | বিদেশ |
প্রশ্ন ৭। নীচের অংশ দুটোকে দাগ মেলাও।
নিজের দেশ | পাচক |
আমিষ নয় যা | স্বদেশ |
রান্না করেন যিনি | ময়রা |
মিষ্টি খাবার তৈরি করে যিনি | নিরামিষ |
উত্তরঃ
নিজের দেশ | স্বদেশ |
আমিষ নয় যা | নিরামিষ |
রান্না করেন যিনি | পাচক |
মিষ্টি খাবার তৈরি করে যিনি | নিরামিষ |
প্রশ্ন ৮। নীচের শব্দগুলো ভালো করে লক্ষ করো।
পরা + জয় = পরাজয়
উপ + হার = উপহার
আ + হার = আহার
এই শব্দগুলোর প্রথম অংশ অর্থাৎ পরা, উপ, আ ইত্যাদিকে উপসর্গ বলে এখন নি, অনু, অধি, উপ, উপসর্গ দিয়ে কয়টি শব্দ তৈরি করো।
নি = নিসর্গ—- নি + সর্গ
অনু = অনু + রোধ— অনুরোধ
অধি = অধি + কার— অধিকার
অপ = অপ + সংস্কৃতি—-অপসংস্কৃতি।
প্রশ্ন ৯। ‘ফল বিনা চিঁড়ে দৈ’—- এখানে ‘ফল’ -এর পরে ‘বিনা’ শব্দটি একটি অনুসর্গ। অনুসর্গ শব্দের পরে বসে।
এবার তোমরা ছাড়া, চেয়ে, বিনা— এই অনুসর্গগুলো দিয়ে এক একটি শব্দ তৈরি করে বাক্য রচনা করো।
ছাড়া = খাপছাড়া।
বিনা = সীতা বিনা।
চেয়ে = মুখ চেয়ে।
প্রশ্ন ১০। কবিতাটিতে ব্যবহৃদ কতগুলো পদ লক্ষ করো।
খাই খাই, ফলাহার, জলযোগ, বাপ্ রে, জ্বলে যায় কন্ঠ, নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা, কলা খাও।
খাই খাই করা অর্থ সাধারণভাবে খাওয়া নয়, খাওয়ার অস্বাভাবিক ও খুব বেশি ইচ্ছা বোঝাচ্ছে। ‘খাই’ কথাটিকে দু’বার ব্যবহার করে এভাবে নতুন বাক্য গঠন করো।
উত্তরঃ সর্বদা খাই খাই করলে লোকে নিন্দা করে।
প্রশ্ন ১১। নীচের ছবি দেখে কোনগুলো আমিষ আর কোনগুলো নিরামিষ খাদ্য পাশের বাক্সে লেখো।
উত্তরঃ
প্রশ্ন ১২। এসো সুকুমার রায়ের আরেকটি কবিতা পড়ি।
বেশ বলেছ
এসব কথা শুনলে তোদের লাগবে মনে বাঁধা,
কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা।
কারে বা কই কিসের কথা, কই যে দফে দফে,
গাছের পরে কাঁঠাল দেখে তেল মেখ না গোঁফে।
একটি একটি কথায় যেন সদ্য দাগে কামান,
মন-বসনের ময়লা ধূতে তত্ত্বকথাই সাবান।
বেশ বলছে ঢের বলছে, ঐখেনে দাও দাঁড়ি,
হাটের মাঝে ভাঙ্বে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি।
উত্তরঃ ছাত্র-ছাত্রীরা নিজেরা পড়ার চেষ্টা করো।
প্রশ্ন ১৩। অর্থ বুঝিয়ে লেখো (শিক্ষয়িত্রী/ শিক্ষকের সহায়তায় জেনে নাও)
(ক) গাছে কাঁঠাল গোঁফে তেল। (প্রাপ্তির আগেই প্রাপ্য বস্তুর উপভোগে প্রস্তুতি)
উত্তরঃ চাকরির ইন্টারভিউ দিয়ে এসেই উপেন মাইনের টাকা কতটুকু জমাবে এবং খরচ করবে তাই নিয়ে ভাবতে বসেছে; একেই বলে গাছে কাঁঠাল গোঁফে তেল।
(খ) হাটে হাঁড়ি ভাঙা। (গোপন কথা প্রকাশ করে ফেলা)
উত্তরঃ সেদিনের সভায় সে হরিবাবুর কুকীর্তি ফাঁস করে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল।
প্রশ্ন ১৪। আমিষ ও নিরামিষ আহারের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ মাছ, মাংস, ডিম ইত্যাদি গাদ্যবস্ত হল আমিষ আহার; আর তা বাদ দিয়ে (পেঁয়াজ, রসুন, মুসুরডাল, মধু ও বাদ) ফলমূল, শাক, সাবু প্রভৃতি হল নিরামিষ আহার।
প্রশ্ন ১৫। (ক) আমাদের (বাঙালির) প্রধান খাদ্য কী ?
উত্তরঃ আমাদের (বাঙালির)প্রধান খাদ্য হল ভাত, রুটি, ডাল, সাবু, ফল, দুধ ইত্যাদি।
ঘ-প্রকল্প
প্রশ্ন ১৬। আমিষ ও নিরামিষ খাবারের দুটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল প্রভৃতি আমিষ খাদ্য।
দুধ, ছানা, পনির, শাক-সব্জি, দই-মিষ্টি, ভাত ইত্যাদি হল নিরামিষ খাবার।
প্রশ্ন ১৭। চারটি আমিষ ও চারটি নিরামিষ খাবারের ছবি আঁকো ও ছবি সংগ্ৰহ করে চার্ট পেপারে লাগাও।
উত্তরঃ নিজেরা করো।
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.