SEBA Class 6 Science MCQ Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ Question Answer Bengali Medium to each chapter is provided in the list so that you can easily browse through different chapters. SEBA Class 6 Science MCQ Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ Solutions in Bengali Medium. SEBA Class 6 Science MCQ Question Answer in Bengali Download PDF. SEBA Class 6 Science Multiple Choice Solutions in Bengali.
SEBA Class 6 Science MCQ Chapter 10 উষ্ণতা এবং এর পরিমাপ
SEBA Class 6 Science Multiple Choice Solutions in Bengali Also, you can read the (SEBA) Class 6 Science Book online in these sections Solutions by Expert Teachers as per State Council of Educational Research and Training (SCERT) Guidelines. SEBA Class 6 Science Objective Type Solutions in Bengali Medium. Here we have given SCERT Class 6 Science MCQ Question Answer in Bengali Medium.
উষ্ণতা এবং এর পরিমাপ
MCQs |
1. উষ্ণতা বলতে কী বোঝায়?
(ক) কোনো বস্তুর ওজন।
(খ) কোনো বস্তুর উত্তাপ বা শীতলতা।
(গ) কোনো তরল পদার্থ।
(ঘ) কোনো কঠিন বস্তুর রং।
উত্তরঃ (খ) কোনো বস্তুর উত্তাপ বা শীতলতা।
2. উষ্ণতা মাপার যন্ত্রটির নাম কী?
(ক) বায়ুরোধক।
(খ) তাপচালক।
(গ) তাপমানযন্ত্র।
(ঘ) হাইড্রোমিটার।
উত্তরঃ (গ) তাপমানযন্ত্র।
3. থার্মোমিটারের বাল্বে সাধারণত কোন ধাতু ব্যবহৃত হয়?
(ক) তামা।
(খ) পারদ।
(গ) লোহা।
(ঘ) দস্তা।
উত্তরঃ (খ) পারদ।
4. থার্মোমিটার কিসে তৈরি হয়?
(ক) প্লাস্টিক।
(খ) ধাতু।
(গ) সুষম কাচ।
(ঘ) কাঠ।
উত্তরঃ (গ) সুষম কাচ।
5. ক্লিনিক্যাল থার্মোমিটার-এর তাপমাত্রা পরিমাপের পরিসর কী?
(ক) -10°C to 110°C
(খ) 0°C to 100°C
(গ) 35°C to 42°C
(ঘ) 32°C to 45°C
উত্তরঃ (গ) 35°C to 42°C
6. পরীক্ষাগার থার্মোমিটারের পরিসর হলো―
(ক) 35°C to 42°C
(খ) -10°C to 110°C
(গ) 0°C to 100°C
(ঘ) 10°C to 50°C
উত্তরঃ (খ) -10°C to 110°C
7. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো―
(ক) 37°C
(খ) 98.6°C
(গ) 100°C
(ঘ) 25°C
উত্তরঃ (ক) 37°C
8. উষ্ণতার SI একক কী?
(ক) ডিগ্রি সেলসিয়াস।
(খ) কেলভিন।
(গ) ফারেনহাইট।
(ঘ) বাইট।
উত্তরঃ (খ) কেলভিন।
9. কোন স্কেলে তাপমাত্রা ‘°F’ দিয়ে প্রকাশ করা হয়?
(ক) কেলভিন।
(খ) সেলসিয়াস।
(গ) ফারেনহাইট।
(ঘ) নিউটন।
উত্তরঃ (গ) ফারেনহাইট।
10. কোন থার্মোমিটারে কিঙ্ক বা বাঁকানো অংশ থাকে?
(ক) পরীক্ষাগার থার্মোমিটার।
(খ) ক্লিনিক্যাল থার্মোমিটার।
(গ) রুম থার্মোমিটার।
(ঘ) ডিজিটাল থার্মোমিটার।
উত্তরঃ (খ) ক্লিনিক্যাল থার্মোমিটার।
11. ক্লিনিক্যাল থার্মোমিটারে কিঙ্ক থাকার কারণ কী?
(ক) থার্মোমিটার ভেঙে যাওয়া রোধ করতে।
(খ) রিডিং স্থির রাখার জন্য।
(গ) পারদ ফেটে যাওয়ার জন্য।
(ঘ) আলো প্রতিবিম্বিত করতে।
উত্তরঃ (খ) রিডিং স্থির রাখার জন্য।
12. ডিজিটাল থার্মোমিটারে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
(ক) বারোমিটার।
(খ) থার্মিস্টর।
(গ) ক্যালোরিমিটার।
(ঘ) গ্যালভানোমিটার।
উত্তরঃ (খ) থার্মিস্টর।
13. ডিজিটাল থার্মোমিটারে কোন পদার্থটি ব্যবহৃত হয় না?
(ক) পারদ।
(খ) ব্যাটারি।
(গ) প্লাস্টিক।
(ঘ) কাচ।
উত্তরঃ (ক) পারদ।
14. ফুটন্ত জলের তাপমাত্রা কত?
(ক) 0°C
(খ) 50°C
(গ) 37°C
(ঘ) 100°C
উত্তরঃ (ঘ) 100°C
15. বরফের গলনাঙ্ক কত?
(ক) 0°C
(খ) 100°C
(গ) 37°C
(ঘ) -10°C
উত্তরঃ (ক) 0°C
If you Want More Questions Answers Then Click on the Buy Link Given Below
SEBA Class 6 Science MCQ Question Answer in Bengali [New Syllabus Updated]
S.l. No. | CONTENTS |
Chapter – 1 | বিজ্ঞানের বিস্ময়কর জগৎ |
Chapter – 2 | জীব এবং জৈব বৈচিত্র্য |
Chapter – 3 | সুস্বাস্থ্যের জন্য খাদ্য |
Chapter – 4 | চলো চুম্বক নিয়ে খেলি |
Chapter – 5 | আমাদের চারপাশের বস্তু সমূহ |
Chapter – 6 | দ্রব্যের পৃথকীকরণ |
Chapter – 7 | আবহাওয়া ও জলবায়ু |
Chapter – 8 | জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ |
Chapter – 9 | দৈর্ঘ্যর পরিমাপ ও গতি |
Chapter – 10 | উষ্ণতা এবং এর পরিমাপ |
Chapter – 11 | জলের বিভিন্ন অবস্থা |
Chapter – 12 | প্রাকৃতিক সম্পদ |
Chapter – 13 | মহাকাশের বিচিত্র কথা |
SEBA Class 6 Science Textual Question Answer in Bengali [New Updated]
S.L No. | CONTENTS |
Chapter – 1 | বিজ্ঞানের বিস্ময়কর জগৎ |
Chapter – 2 | জীব এবং জৈব বৈচিত্র্য |
Chapter – 3 | সুস্বাস্থ্যের জন্য খাদ্য |
Chapter – 4 | চলো চুম্বক নিয়ে খেলি |
Chapter – 5 | আমাদের চারপাশের বস্তু সমূহ |
Chapter – 6 | দ্রব্যের পৃথকীকরণ |
Chapter – 7 | আবহাওয়া ও জলবায়ু |
Chapter – 8 | জীব এবং জীবের বৈশিষ্ট্য সমূহ |
Chapter – 9 | দৈর্ঘ্যর পরিমাপ ও গতি |
Chapter – 10 | উষ্ণতা এবং এর পরিমাপ |
Chapter – 11 | জলের বিভিন্ন অবস্থা |
Chapter – 12 | প্রাকৃতিক সম্পদ |
Chapter – 13 | মহাকাশের বিচিত্র কথা |
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.