Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

Join Roy Library Telegram Groups

SEBA Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন, in Bengali Medium Students will find the Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Social Science Objective Types Question Answer very useful for exam preparation. Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Social Science Important Notes in Bengali, Class 9 Social Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. Assam SEBA Board 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন The sole purpose of the solutions is to assist students in learning the language easily.

SEBA Class 9 Social Science MCQ Chapter 1 ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

NCERT Class 9 Social Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Social Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Social Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Social Science with answers pdf in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Social Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the HSLC Class 9 Social Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.

ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন

প্রথম খণ্ড ( ইতিহাস)

বহুবিকল্পী প্রশ্নোত্তর

1. ইংরেজ ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী এবং নিয়ন্ত্রণ পরিষদের অবসান ঘটানো আইনটি হ’ল-

(a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

(b) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৬১

(c) ভারতবর্ষের পরিষদ আইন, ১৮৯২

(d) উপরের একটিও নয়।

Ans: (a) ভারতের শাসন বিধি, ১৮৫৮

2. ভারত পরিক্রমা দপ্তরের প্রথম মন্ত্রী ছিলেন-

(a) লর্ড রিপন।

(b) লর্ড কার্জন।

(c) লর্ড ষ্ট্যানলি।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (c) লর্ড ষ্ট্যানলি।

3. মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র ১ নভেম্বর ১৮৫৮ সেদিনাই এলাহাবাদে পাঠ করে দেওয়া ব্রিটিশ ভাইসরয় ছিলেন-

(a) লর্ড ষ্ট্যানলি।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড রিপন।

(d) লর্ড কার্জন।

Ans: (b) লর্ড ক্যানিং।

4. কত সনে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ একটি করে উচ্চ ন্যায়ালয় স্থাপন করা হয়েছিল।

(a) ১৮৫৭ সনে।

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭২ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (b) ১৮৬১ সনে।

5. কলকাতা উচ্চ ন্যায়ালয়ে নিযুক্তি প্রাপ্ত প্রথম ভারতীয় ন্যায়াধীশ ছিলেন-

(a) রমা প্রসাদ রায়।

(b) দ্বারকা নাথ মিত্র।

(c) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।

(d) সত্যেন্দ্র নাথ ঠাকুর।

Ans: (a) রমা প্রসাদ রায়। 

6. ১৮৫৮ সনের সিভিলিয়ান শ্রীপদ বাবাজী ঠাকুর কোন প্রেসিডেন্সি ছিলেন-

(a) কলকাতা।

(b) মাদ্রাজ।

(c) বম্বে।

(d) পাঞ্জাব।

Ans: (c) বম্বে।

7. গভর্ণর জেনারেল এবং ভাইসরয় লর্ড লিটন অসামরিক সেনার জন্য প্রার্থীদের বয়স করেছিলেন-

(a) ২৫ বছর।

(b) ২৩ বছর।

(c) ২০ বছর।

(d) ১৯ বছর।

Ans: (d) ১৯ বছর।

8. ১৮৮৬ সনের লোক সেবা আয়োগের সভাপতি ছিলেন-

(a) লর্ড ডাফরিন। 

(b) লর্ড কিম্বার্লি।

(c) স্যার চার্লস অচিসিসন।

(d) একজনও নয়।

Ans: (c) স্যার চার্লস অচিসিসন।

9. সর্বপ্রথম বারের জন্য বিত্তীয় ব্যবস্থাকে কেন্দ্ৰীয় এবং প্রাদেশিক এই দুভাগে বিভক্ত করা হয়েছিল-

(a) ১৮৫৭ সনে। 

(b) ১৮৬১ সনে।

(c) ১৮৭০ সনে।

(d) ১৮৯৭ সনে।

Ans: (c) ১৮৭০ সনে।

10.ভারত পরিক্রমা দপ্তরের মন্ত্রীদের কার্যালয় ইণ্ডিয়া অফিসছিল-

(a) দিল্লী।

(b) বোম্বে।

(c) প্যারিস।

d) লণ্ডন। 

Ans: (d) লণ্ডন। 

S.L. NO.সূচী-পত্ৰ
প্রথম খণ্ডইতিহাস
পাঠ -১ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন
পাঠ -২ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন
পাঠ -৩মোয়ামরীয়া গণবিদ্ৰোহ
পাঠ -৪মানের অসম আক্রমণ
পাঠ -৫অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি
দ্বিতীয় খণ্ডভূগোল
পাঠ -৬ভূ-পৃষ্ঠের পরিবর্তন
পাঠ -৭বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ
পাঠ -৮ভারতবর্ষের ভূগোল
পাঠ -৯অসমের ভূগোল
তৃতীয় খণ্ডৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান
পাঠ -১০ভারতের রাজনৈতিক দল
পাঠ -১১সরকারের প্রকার বা শ্রেণী বিভাগ
পাঠ -১২অর্থনীতির মৌলিক বিষয়সমূহ
পাঠ -১৩মূল অর্থনৈতিক সমস্যাসমূহ

11. ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভারতে উপস্থিত হওয়া পর্তুগীজ নাবিক ছিলেন-

(a) বার্থল — মিউ ভায়াস।

(b) ফ্রান্সিস ডেক।

(c) ভাস্কো-ডা-গামা। 

(d) উইলিয়াম হকিন্স।

Ans: (c) ভাস্কো-ডা-গামা।

12. ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তাপ্তি নদীর মোহনাতে এসে উপস্থিত হওয়া বন্দরটি ছিল-

(a) সুরাট বন্দর।

(b) কালিকট বন্দর।

(c) বোম্বাই বন্দর।

(d) মাদ্রাজ বন্দর।

Ans: (a) সুরাট বন্দর।

13. ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে গঠিত ইংরেজ কোম্পানীটির নাম ছিল।

(a) ডাচ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(c) ফ্রান্স ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

(d) পর্তুগীজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

Ans: (b) ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী।

14. ভারতবর্ষে সর্বপ্রথম বাণিজ্যিক আবেদন নিয়ে প্রবেশ করা ব্যক্তি হলেন-

(a) ভাস্কো-ডা-গামা। 

(b) জেমস মিলডেন হল।

(c) উইলিয়াম হকিন্স।

(d) টমাস রো।

Ans: (b) জেমস মিলডেন হল।

15. মোগল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা ইংরেজ আমলা হলেন-

(a) ডাঃ হেমিলটন। 

(b) টমাস রো।

(c) রবার্ট ক্লাইভ।

(d) জন সারমান।

Ans: (d) জন সারমান।

16. সম্রাট ফারুকশিয়ারের চিকিৎসক ছিলেন-

(a) ডাঃ হেমিলটন।

(b) জন সারমান।

(c) স্যার টমাস রো।

(d) ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স।

Ans: (a) ডাঃ হেমিলটন।

17. পলাশী যুদ্ধে রবার্ট ক্লাইভ দ্বারা পরাজিত করা মোগল সম্রাট ছিলেন-

(a) জাহাঙ্গীর।

(b) ফারুকশিয়ার।

(c) সিরাজউদৌল্লা।

(d) ঔরংজেব।

Ans: (c) সিরাজউদৌল্লা।

18. ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত করা ইংরাজ হলেন-

(a) রবার্ট ক্লাইভ। 

(b) জব চার্ণক।

(c) লর্ড ওয়ারেন হেষ্টিংস।

(d) লর্ড ডালহৌসি।

Ans: (a) রবার্ট ক্লাইভ।

19. সিপাহী বিদ্রোহের পর তাৎক্ষণিক ভাবে ব্রিটিশ সংসদ দ্বারা প্রণয়ন করা আইনটি ছিল-

(a) ভারত সরকার আইন (১৮৫৮)

(b) ভারতীয় পরিষদ আইন (১৮৬১)

(c) রেগুলেটিং এ্যাক্ট (১৭৯৩)

Ans: (a) ভারত সরকার আইন (১৮৫৮)

20. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন-

(a) লর্ড ওয়ারেন হেষ্টিংস।

(b) লর্ড ডালহৌসি।

(c) লর্ড ক্যানিং।

(d) লর্ড কর্ণওয়ালিস।

Ans: (c) লর্ড ক্যানিং।

21. সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল-

(a) ১৭৫৮ সনে। 

(b) ১৮৫৮ সনে। 

(c) ১৮৫৭ সনে।

(d) ১৫৭৫ সনে।

Ans: (c) ১৮৫৭ সনে।

22. পিটার ভারত আইন’ ভারতে সরকার সৃষ্টি করেছিল।

(a) এক।

(b) দুই।

(c) পাঁচ।

(d) তিন।

Ans: (b) দুই।

23. ভারতের স্বায়ত্ব শাসনের ভিত্তি নির্মাণ করা ব্যক্তি-

(a) লর্ড ডালহৌসি।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড রিপন।

(d) লর্ড গফরিন।

Ans: (c) লর্ড রিপন।

24.লর্ড লিটন ভারতীয় লোক সেবা পরীক্ষার্থীদের বয়স নির্ধারণ করেছিলেন-

(a) ২২ বছর।

(b) ২১ বছর।

(c) ২০ বছর।

(d) ১৯ বছর।

Ans: (d) ১৯ বছর।

25. মহাৰাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র পাঠ করা হয়েছিল-

(a) ১৮৫৮ সনে।

(b) ১৭৫৮ সনে।

(c) ১৮৫৭ সনে। 

(d) ১৯৫৮ সনে।

Ans: ১৮৫৮ সনে।

26. মহারাণীর ঘোষণা পত্র পাঠ করা ব্যক্তি ছিলেন-

(a) লর্ড রিপন।

(b) লর্ড ক্যানিং।

(c) লর্ড ডালহৌসি।

(d) রবার্ট ক্লাইভ।

Ans: (b) লর্ড ক্যানিং।

অতি সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তর: 

27. ভারত এবং পাশ্চাত্যের মধ্যে সাগর পথ  আবিষ্কার করা প্রথম পর্তুগীজ নাবিক কে? তিনি কবে এবং ভারতের কোথায় সর্বপ্রথম উপস্থিত  হয়েছিলেন?

Ans: ভাস্কো-ডা-গামা। তিনি ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভারতের কালকট বন্দরে উপস্থিত হয়েছিলেন।

28. জলপথ দ্বারা পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ ইংরেজ নাবিক কে ছিলেন?

Ans: ফ্রান্সিস ড্রেক।

29. ভারতভূমিতে সর্বপ্রথম কোন ইংরেজ নাবিক প্রবেশ করেছিলেন?

Ans: ১৫৯৯ খ্রীষ্টাব্দে ইংরেজ নাবিক জেমস মিলডেন হলে প্রবেশ করেছিলেন।

30. ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী কবে কোথায় গঠন করা হয়েছিল?

Ans: ১৫০০ খ্রীষ্টাব্দে লণ্ডনে ইংলিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী গঠন করা হয়েছিল।

31. ইংরেজদের প্রথম বাণিজ্য কেন্দ্র ভারতের কোথায় স্থাপিত হয়েছিল?

Ans: ভারতবর্ষের মছলিপট্টমে ১৬১০ খ্রীষ্টাব্দে স্থাপন করা হয়েছিল।

32. ফোর্ট উইলিয়াম কী?

Ans: ইংল্যাণ্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসাে কলকাতায় ১৬৯০ সনে স্থাপিত বাণিজ্য কেন্দ্র হচ্ছে ফোর্ট উইলিয়াম।

33. ভাস্কো-ডা-গামা প্রথম ভারতের কোন বন্দরে  উপস্থিত হয়েছিলেন?

Ans: কালিকট বন্দরে।

34. ভারতবর্ষে ব্যবসা-বাণিজ্য করতে আসা ইংরাজ কোম্পানীটি কার থেকে সনদ লাভ করেছিল?

Ans: মোগল সম্রাট জাহাঙ্গীরের থেকে।

35. ভারতবর্ষে ইংরেজ কোম্পানীর শাসন কোন সন থেকে কোন সন অবধি চলেছিল?

Ans: ১৬০০ সন থেকে ১৮৫৮ সন পর্যন্ত।

36. কোম্পানীর ঘোষণা পত্রটি এলাহাবাদে একটি বৃহৎ অনুষ্ঠানে কে আনুষ্ঠানিক ভাবে পাঠ করেছিলেন?

Ans: ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং।

37. ১৮৬১ সনের আইন মতে দুয়োলিয়া লাটের শাসনাধীন প্রদেশ কটি ছিল?

Ans: পাঁচ (৫) টি।

38. ১৮৬১ সনের পরিষদ আইন অনুযায়ী কমিশ নারের শাসনাধীন প্রদেশ কটি ছিল?

Ans: আঠ (৮) টি।

39. কোন সনে ভারত শাসন বিধি ঘোষণা করা হয়েছিল?

Ans: ১৮৫৫ সনে।

40. ব্রিটিশ সংসদ ভারতবর্ষের জন্য দ্বিতীয় পরিষদ আইন কবে গ্রহণ করে।

Ans: ১৮৯২ সনে।

41. ১৮৫৭ সনে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

Ans: লর্ড ক্যানিং।

42. ভারতের প্রথম ভাইরয় কে ছিলেন?

Ans: লর্ড ক্যানিং।

43. ভারত শাসনবিধি, ১৮৫৮ তে মোট কটি ধারা ছিল?

Ans: ৭৫ টি।

44.মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণা পত্র কবে ঘোষিত হয়েছিল?

Ans: ১৮৫৮ সনের ১ নভেম্বর।

45. ভারতবর্ষে কোম্পানীর দ্বিতীয় কার্যকালেরbপ্রশাসক কে ছিলেন?

Ans: ব্রিটিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর গভর্ণর রবার্ট ক্লাইভ।

46. ব্রিটিশ আমলে ভারতবর্ষে থাকা সর্বোচ্চ শাসন- কর্তাকে কী বলা হয়?

Ans: ‘ভারত সরকার আইন’ অনুযায়ী ভারতের সর্বোচ্চ শাসন কর্তাকে গভর্ণর জেনারেল বলা হয়।

47. ১৮৬১ সনের পরিষদ আইন মর্মে গভর্ণর শাসনাধীন তিনটি প্রেসিডেন্সী কি কি ছিল?

Ans: বঙ্গ, মাদ্রাজ এবং বোম্বে।

48. ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণকারী আইন কবে প্রয়োগ করেছিল?

Ans: ১৭৭৩ খ্রীষ্টাব্দে।

49. পিটর ভারত আইন করে বলবৎ করা হয়েছিল?

Ans: ১৭৮৪ খ্রীষ্টাব্দে।

50. ব্রিটিশ সংসদে কোন সনে ভারতীয়nলোকসেবা আইন গ্রহণ করা হয়েছিল?

Ans: ১৮৬১ সনে।

51. কোন ভারতীয় প্রথম ভারতীয় লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন?

Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর।

52. প্রথম অসমীয়া সিভিলিয়ান কে ছিলেন?

 Ans: আনন্দরাম বরুয়া।

53. কত সনে ভারতের লোকসেবা আয়োগ গঠন করা হয়েছিল?

Ans: ১৮৮৬ সনে।

54. লোকসেবা আয়োগের প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: স্যার চার্লস অটিসিসন।

55. বেঙ্গল প্রেসিডেন্সি মধ্যে পঞ্চম সিভিলিয়ান কে?

Ans: আনন্দরাম বরুয়া।

56. কার শাসন কালে ভারতবর্ষে স্বায়ত্ব শাসন ব্যবস্থার প্রচলন ঘটেছিল?

Ans: লর্ড রিপনের শাসনকালে।

57. সত্যেন্দ্রনাথ ঠাকুর কোন সনে লোকসেৱা পরীক্ষায় উত্তীর্ণ হ’ল?

Ans: ১৮৬৩ সনে।

58. ভারত সচিব কাকে বলা হয়?

Ans: ভারত শাসনে প্রত্যক্ষ ভাবে জড়িত মন্ত্রীকে ভারত সচিব বলা হয়।

59. ভারত সচিবকে সাহায্য করবার জন্য কতজনের সদস্য পরিষদ ছিল?

Ans: মোট ১৫ জন সদস্য।

60. কে ১৮৫৭ সনের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছিলেন?

Ans: দামোদর সাভারকার।

61. ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?

Ans: ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহ।

62. সিপাহী বিদ্রোহের সময় ইংল্যাণ্ডের মহারাণী কে ছিলেন?

Ans: মহারাণী ভিক্টোরিয়া।

63. ১৮৫৭ সনে বিদ্রোহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করেছিল?

Ans: দ্বিতীয় বাহাদুর শাহ কে।

64. ১৮৫৭ সনের বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?

Ans: মঙ্গল পাণ্ডে।

65. লী আয়োগ (Lee Commission 1923) কী?

Ans: মণ্টেণ্ড-সেমসফোর্ড প্রতিবেদন এবং ভারত সরকার আইনের নির্দেশাবলী কার্যকরী করবার জন্য ১৯২৩ খ্রীষ্টাব্দে ব্রিটিশ সরকার ‘লী আয়োগ’ গঠন করেছিলেন।

66. ‘বিভেদ এবং শাসন’ (Divide and Rule) নীতি কী?

Ans: ভারতীয়দের ঐক্যবদ্ধ চেতনার বিপরীতে ইংরেজ শাসকদের গৃহীত মূল নীতি ছিল ‘বিভেদ এবং শাসন’।

67. ‘বিভেদ এবং শাসন’ নীতি কে প্রবর্তন করেছিলেন?

Ans: ভাইসরয় লর্ড ক্যানিং।

68. ফোর্ট উইলিয়াম কী?

Ans: একটি বাণিজ্য কেন্দ্র।

69. ‘ভাস্কো-ডা-গামা’ কোন দেশের নাবিক?

Ans: পর্টুগালের।

70. ‘ভাস্কো-ডা-গামা’ কত সনে ভারতবর্ষে এসেছিলেন?

Ans: ১৪৯৮ খ্রিস্টাব্দে।

71. পলাশীর যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংগঠিত হয়?

Ans: ১৯৫৭ খ্রিস্টাব্দে বঙ্গের সিরাজউদ্দৌল্লা এবং রবাৰ্ট ক্লাইভের মধ্যে।

72. ভারতের প্রথম ভাইসবয় কে দিলেন?

Ans: লর্ড ক্যানিং।

73. মঙ্গল পান্ডের সাথে শাস্তিপ্রাপ্ত অন্য সিপাহী কে ছিলেন?

Ans: ঈশ্বর পান্ডে।

74. ‘রেগুলেটিং এক্ত’ কবে প্রণয়ন করা হয়েছিল?

Ans: ১৭৯৮ খ্রিস্টাব্দে।

75. ভারত সরকার আইন’ কবে প্ৰণয়ন করা হয়েছিল?

Ans: ১৮৫৮ খ্রিস্টাব্দের ২ আগস্ট।

শূণ্য স্থান পূর্ণ কর:

76. ১৪৮৭ খ্রীষ্টাব্দে পর্তুগীজ নাবিক _______ আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত উত্তমাশা অন্তরীপে উপস্থিত হয়েছিলেন।

Ans: বার্থলো-মিউ-ডিয়াজে।

77. ১৪৯৮ খ্রীষ্টাব্দে ভাস্কো-ডা-গামা জলপথে এসে ভারতের _______ বন্দরে উপস্থিত হয়েছিল।

Ans: কালিকট।

78. ১৫৮০ খ্রীঃ ________ নামের ইংরেজ নাবিক  জলপথে পৃথিবী প্রদক্ষিণ করতে সমর্থ হয়েছিলেন।

Ans: ফ্রান্সিস ড্রেক

79. ১৫৮২ খ্রীষ্টাব্দে র‍্যালফ ফিস নামক একজন নাবিক ভারত এবং ________ ভ্রমণ করেছিলেন।

Ans: ব্রহ্মদেশ।

80. ১৬১৫ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের রাজা প্রথম জেমস ________ নামক একজন ইংরেজকে জাহাঙ্গীরের কাছে প্রেরণ করেছিলেন।

Ans: টমাস রো।

81. টমাস রো _________ এ উপস্থিত হয়ে সম্রাটের সাথে দেখা করেছিলেন।

Ans: আজমীরে।

82. সম্রাট জাহাঙ্গীর ইংরেজদের _________বাণিজ্যিক কুঠি স্থাপনের অনুমতি প্রদান করেছিলেন।

Ans: সুরাটে।

83. ১৬৯০ সনে _________নামক ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর একজন আমলা বঙ্গের নবাবের সঙ্গে চুক্তি করেছিলেন।

Ans: জব চার্নক।

84. ইংল্যাণ্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সন্মানার্থে কলিকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম _________ রাখা হয়েছিল।

Ans: ফোর্ট উইলিয়াম।

85. ১৬৬১ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের রাজা _________ পর্তুগীজ রাজকন্যা ________ কে বিয়ে করে বোম্বাই শহর যৌতুক হিসাবে লাভ করেছিলেন।

Ans: দ্বিতীয় চার্লস, ক্যাথরিণকে।

86. মোগল সম্রাট_________ ক্লাইভের সঙ্গে এলাহাবাদ চুক্তি সম্পন্ন করার ফলস্বরূপে কোম্পানী বঙ্গ, বিহার এবং উড়িষ্যার উপর রাজনৈতিক কর্তৃত্ব লাভ করেছিল।

Ans: শাহ আলম।

87. লর্ড ডালহৌসির পরে লর্ড ________গভর্ণর জেনারেল হয়েছিলেন।

Ans: ক্যানিং।

88. সিপাহী ________ ব্যারাকপুর ছাউনীতে ইংরাজ অফিসারের শরীরে গুলিবর্ষণ করে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন।

Ans: মঙ্গল পাণ্ডে।

89. _________খ্রীষ্টাব্দে কোম্পানীর মুদ্রা থেকে মোগল সম্রাটের নামটি সরিয়ে দেওয়া হয়েছিল।

Ans: ১৮৩৫

90. ১৮৫৮ সনের ২ আগষ্ট তারিখে ________আইন প্রণয়ন করা হয়েছিল।

Ans: ভারত সরকার আইন।

91. শিক্ষিত ভারতীয়দের অসন্তুষ্টি হওয়ার কারণ উপলব্ধি করে ১৮৬১ সনে ব্রিটিশ সংসদ নামক একটি আইন প্রণয়ন করেছিল।

Ans: ভারতীয় পরিষদ আইন।

92. লর্ড রিপন ভাৰতবর্ষে ________শাসনের ভিত্তি নির্মাণ করেছিলেন।

Ans: স্বায়ত্ব।

93. ১৯৯৩ সনের ________ আইন অনুযায়ী ভারত প্রশাসনের উচ্চ পদবি সমূহ অঙ্গীকারবদ্ধ কর্মচারীদের জন্য সংরক্ষিত করে রাখার নিয়ম বলবৎ করা হয়েছিল।

Ans: নিয়ন্ত্রণকারী।

94. ১৮৫৩ খ্রীষ্টাব্দে সনদে ________ জন্য প্রতিযোগিতা- মূলক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিল।

Ans: লোকসেবার।

95.১৮৭১ সনে প্রথম ভারতীয় ব্যক্তি ভারতীয় লোকসেবার খেতাব অর্জন করেছিলেন।

Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর।

96. ১৯২২ সনে ব্রিটিশ সরকারের ________নেতৃত্ব  রয়্যাল কমিশন অন পাবলিক সার্ভিস গঠন হয়েছিল।

Ans: লর্ড ইসলিংটনের।

97. ________ প্রতিবেদনে ইংল্যাণ্ড এবং ভারত এক সঙ্গে হাত লোকসেবা পরীক্ষা অনুষ্ঠিত করা সরকারের একটি নীতি বলে প্রকাশিত হয়েছিল।

Ans: মণ্টেগু-চেমসফোর্ড।

98. শুদ্ধ নে অশুদ্ধ নির্ণয় কর:

(ক) ১৪৯৮ সনে ভারতবর্ষে আসা পর্তুগীজ নাবিক ছিলেন বার্থলো-মিউ-ভিয়জ।

Ans: অশুদ্ধ।

(খ) ভাস্কো-ডা-গামা সর্বপ্রথম ভারতের বোম্বাই বন্দরে উপস্থিত হয়েছিলেন।

Ans: অশুদ্ধ।

(গ) জলপথে ১৫৮০ সনে পৃথিবী প্রদক্ষিণ করতে নিত সমর্থ ইংরেজ নাবিক ছিলেন ফ্রান্সিস ড্রেক।

Ans: শুদ্ধ।

(ঘ) ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তাপ্তী নদীর মোহনা দিয়ে সুরাট বন্দরে উপস্থিত হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

(ঙ) ক্যাপ্টেন হকিন্সের আবেদন মোগল সম্রাট জাহাঙ্গীর মঞ্জুর করেছিলেন।

Ans: অশুদ্ধ।

(চ) ইংরেজরা মোগল সম্রাট ফারুকশিয়ারের থেকে তিনটি ফরমান আদায় করতে সক্ষম হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

(ছ) ইংল্যাণ্ডের রাজার সন্মানার্থে কলিকাতা বাণিজ্য কেন্দ্রটির নাম রাখা হয়েছিল ফোর্ট উইলিয়াম।

Ans: শুদ্ধ।

(জ) পলাশীর যুদ্ধ হয়েছিল জাহাঙ্গীর এবং রবার্ট ক্লাইভের মধ্যে।

Ans: অশুদ্ধ।

(ঝ) মোগল সম্রাট শাহ আলম রবার্ট ক্লাইভের সঙ্গে চুক্তি করে বঙ্গ, বিহার এবং উড়িষ্যার দেওয়ানী অর্পণ করেছিলেন।

Ans: শুদ্ধ।

(ঞ) লর্ড ডালহৌসির পর তাদের পরবর্তী গভর্ণর জেনারেল ছিলেন লউঁ রিপন।

Ans: অশুদ্ধ।

(ট) সিপাহী বিদ্রোহের সময় গভর্ণর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।

Ans: শুদ্ধ।

(ঠ) মঙ্গল পাণ্ডের সঙ্গে শাস্তিপ্রাপ্ত অন্যজন সিপাহী হলেন ইশ্বরী পাণ্ডে।

Ans: শুদ্ধ।

(ড) ১৮৫৮ সনে কোম্পানীর মুদ্রা থেকে মোগল সম্রাটের নাম সরিয়ে দেওয়া হয়েছিল।

Ans: অশুদ্ধ।

(ঢ) ‘ভারত সরকার আইন’ অনুযায়ী ভারতের সর্বোচ্চ শাসনকর্তাকে ভাইসরয় বলা হত।

Ans: শুদ্ধ।

(ন) মহারাণীৰ ঘোষণা পত্র ১৮৫৮ সনে পাঠ করা ব্যক্তি ছিলেন লর্ড ডালহৌসি।

Ans: অশুদ্ধ।

(ত) লর্ড ক্যানিং ‘উডের শিক্ষা সংস্কার প্রকল্প’ প্রবর্তন করেছিলেন।

Ans: শুদ্ধ।

(থ) বিত্তীয় বিকেন্দ্রীকরণ প্রস্তাব ভারতবর্ষে স্থানীয় স্বায়ত্বশাসনের রাস্তা প্রশস্ত করেছিল।

Ans: শুদ্ধ।

(দ) ভারতবর্ষে স্বায়ত্ব শাসনের ভিত্তি নির্মাণ করেছিলেন লর্ড ডাফরিন।

Ans: অশুদ্ধ।

(ধ) লর্ড রিপন প্রত্যেকটি মহকুমায় একটি করে লোকেল বোর্ড (আঞ্চলিক পরিষদ) গঠন করেছিলেন।

Ans: শুদ্ধ।

(ন) ১৮৮৫ খ্রীষ্টাব্দের স্বায়ত্ব শাসন আইনটি জিলা উপায়ুক্তদের লোকেল বোর্ডের সভাপতিত্ব করার ক্ষমতা দিয়েছিল।

Ans: শুদ্ধ।

(প) ১৮৫৩ সনের সনদে লোকসেবার পরীক্ষা ভারতবর্ষে অনুষ্ঠিত করার নির্দেশ ছিল।

Ans: শুদ্ধ।

(ফ) ১৮৬৫ সনের লোকসেবা পরীক্ষায় অবতীর্ণ হওয়া পরীক্ষার্থীর সর্বোচ্চ বয়সের সীমা ছিল ২২ বছর।

Ans: শুদ্ধ।

(ব) লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় ছিলেন সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

Ans: অশুদ্ধ।

(ভ) ১৮৭২ সনে আনন্দরাম বরুয়া লোকসেবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

Ans: শুদ্ধ।

We Hope the given MCQ Questions for Class 9 Social Science in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Social Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top