SEBA Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ, in Bengali Medium Students will find the Class 9 Social Science Multiple Choice Question Answer in Bengali, Class 9 Social Science Objective Types Question Answer very useful for exam preparation. Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ The experts of Roy Library provide solutions for every textbook question to help students understand and learn the language quickly. Class 9 Social Science Important Notes in Bengali, Class 9 Social Science MCQ and Short Types Question Answer in Bengali by Roy Library helps students understand the literature lessons in the textbook. SEBA Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ The sole purpose of the solutions is to assist students in learning the language easily.
SEBA Class 9 Social Science MCQ Chapter 13 মূল অর্থনৈতিক সমস্যাসমূহ
NCERT Class 9 Social Science Multiple Choice Notes in Bengali gives you a better knowledge of all the chapters. SCERT Class 9 Social Science MCQ Solution in Bengali he experts have made attempts to make the solutions interesting, and students understand the concepts quickly. Class 9 Social Science Objective Types Suggestion in Bengali, MCQ Questions for Class 9 Social Science with answers pdf in Bengali, will be able to solve all the doubts of the students. Class IX Social Science MCQ Question Answer in Bengali, provided are as per the Latest Curriculum and covers all the questions from the HSLC Class 9 Social Science MCQ Textbooks Solution in Bengali are present on Roy Library’s website in a systematic order.
মূল অর্থনৈতিক সমস্যাসমূহ
তৃতীয় খণ্ড (ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান)
বহুবিকল্পী প্রশ্নোত্তর
১। ‘Poverty and Un-British Rule in India’ গ্রন্থটিৰ লেখক ছিলেন____।
(ক) মহাত্মা গান্ধী।
(খ) জওয়াহরলাল নেহরু।
(গ) দাদাভাই নৌরজী।
(ঘ) লালা লাজপত রায়।
Ans: (গ) দাদাভাই নৌরজী।
২। বিশ্বের মোট জনসংখ্যা কত শতাংশ ভারতে আছে?
(ক) ২৭.৫ শতাংশ।
(খ) ১৭.৫ শতাংশ।
(গ) ১৫.৫ শতাংশ।
(ঘ) ১৬.৫ শতাংশ।
Ans: (খ) ১৭.৫ শতাংশ।
৩। বিশ্বের মোট আয়তনের কত শতাংশ ভারতে আছে?
(ক) ২.৪ শতাংশ।
(খ) ২৪ শতাংশ।
(গ) ৪.২ শতাংশ।
(ঘ) ৪২ শতাংশ।
Ans: (ক) ২.৪ শতাংশ।
৪। অসমের সবচাইতে বেশি জনসংখ্যা থাকা জেলা কোনটি?
(ক) নগাঁও।
(খ) ধুবড়ী।
(গ) কামরূপ।
(ঘ) মরিগাঁও।
Ans: (ক) নগাঁও।
৫। মুদ্রাস্ফীতির ফলে কোন শ্রেণির লোক সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
(ক) ব্যৱসায়ী।
(খ) বেতনভোগী।
(গ) বেকার শ্রেণি।
(ঘ) শিক্ষক শ্রেণি।
Ans: (খ) বেতনভোগী।
৬। ভারতের সবচাইতে বেশি জনসংখ্যার ঘনত্ব থাকা রাজ্য কোনটি?
(ক) বিহার।
(খ) উত্তরপ্রদেশ।
(গ) অসম।
(ঘ) পশ্চিমবংগ।
Ans: (ঘ) পশ্চিমবংগ।
৭। ভারতের সংগঠিত খণ্ডে নিয়োগ করা শ্রমিকের সংখ্যা কত?
(ক) ১০ জন বা তাতোধিক।
(খ) ১০ জন হইতে কম।
(গ) ৫ জন বা তাতোধিক।
(ঘ) ৫ জন বা তাতোধিক।
Ans: (ক) ১০ জন বা তাতোধিক।
৮। অসমের জনসংখ্যার ঘনত্ব কত?
(ক) ১০২৯।
(খ) ৩৯৭।
(গ) ২০০১।
(ঘ) ৩৮০।
Ans: (খ) ৩৯৭।
৯। অসমের জনসংখ্যা অতিপাত বৃদ্ধিতে কোন বিদেশী রাষ্ট্র প্রভাব বিস্তার করিয়াছে?
(ক) বাংলাদেশ।
(খ) নেপাল।
(গ) চীন।
(ঘ) ম্যানমার।
Ans: (ক) বাংলাদেশ।
১০। অসমের লিংগ অনুপাত কত?
(ক) ৯৪০।
(খ) ৩৯৭।
(গ) ৯৬০।
(ঘ) ৯৫৪।
Ans: (ঘ) ৯৫৪।
S.L. NO. | সূচী-পত্ৰ |
প্রথম খণ্ড | ইতিহাস |
পাঠ -১ | ভারতবর্ষে ইউরোপিয়দের আগমন |
পাঠ -২ | ভারতীয় জাতীয়তাবাদের উন্মেখন |
পাঠ -৩ | মোয়ামরীয়া গণবিদ্ৰোহ |
পাঠ -৪ | মানের অসম আক্রমণ |
পাঠ -৫ | অসমে ব্রিটিশ প্রশাসনের আরম্ভণি |
দ্বিতীয় খণ্ড | ভূগোল |
পাঠ -৬ | ভূ-পৃষ্ঠের পরিবর্তন |
পাঠ -৭ | বায়ুমণ্ডল, গঠন, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ |
পাঠ -৮ | ভারতবর্ষের ভূগোল |
পাঠ -৯ | অসমের ভূগোল |
তৃতীয় খণ্ড | ৰাজনীতি ও অৰ্থনীতি বিজ্ঞান |
পাঠ -১০ | ভারতের রাজনৈতিক দল |
পাঠ -১১ | সরকারের প্রকার বা শ্রেণী বিভাগ |
পাঠ -১২ | অর্থনীতির মৌলিক বিষয়সমূহ |
পাঠ -১৩ | মূল অর্থনৈতিক সমস্যাসমূহ |
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১১। মুদ্রাস্ফীতি পণ্য ও পরিষেবার মূল্য হ্রাস বোঝায়।
Ans: মিথ্যা।
১২। মুদ্রাস্ফীতি পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায়।
Ans: সত্য।
১৩৷ মুদ্রাস্ফীতি অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত কৰে।
Ans: মিথ্যা।
১৪। মুদ্রাস্ফীতি রোধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না।
Ans: মিথ্যা।
১৫। ভারতের মতো দেশে কোনো ছদ্ম বেকারত্ব নেই।
Ans: মিথ্যা।
১৬। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বেকারত্বের একটি কারণ।
Ans: সত্য।
১৭। বিশেষ কর্মসংস্থান প্রকল্প বেকারত্ব প্রতিরোধ করতে পারে না।
Ans: মিথ্যা।
১৮। বন্যা আসামের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে।
Ans: মিথ্যা।
১৯। মুদ্রাস্ফীতি ঘটে যখন অর্থের সরবরাহ উৎপাদিত পণ্য ও পরিষেবার চেয়ে কম হয়।
Ans: মিথ্যা।
২০। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়।
Ans: মিথ্যা।
২১। আসামে শিল্প বিকাশের হার খুবই ভালো।
Ans: মিথ্যা।
২২। পরিকল্পনা কমিশনের মতে, গ্রামীণ এলাকার মানুষ যারা মাথাপিছু ১০০ ক্যালোরির কম খায় তাদের দরিদ্র বলে মনে করা হয়।
Ans: মাথাপিছু সর্বনিম্ন ক্যালোরি ২৪০০ ক্যালোরি।
২৩। শহরাঞ্চলে, মাথাপিছু নূন্যতম ক্যালোরি গ্রহণের কম লোককে দরিদ্র হিসাবে বিবেচনা করা হয়।
Ans: মাথাপিছু ২১০০ ক্যালরি।
২৪। ভারতীয় অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য কী?
Ans: ব্যাপক এবং গভীর দারিদ্র্য ভারতীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য।
২৫। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কোন পরিকল্পনা।
Ans: পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৭৮-৭৯)।
২৬। রঙ্গরাজন কমিটি কবে রিপোর্ট পেশ করে?
Ans: ইন ২০১৪ সনে।
২৭। রঙ্গরাজন কমিটির রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ ও শহুরে এলাকার শতকরা শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। আপনি বাস না?
Ans: ২০১১-১২ অনুযায়ী-
(১) গ্রামীণ এলাকায় ৩০.৯ শতাংশ।
(২) শহর এলাকায় ২৬.৪ শতাংশ।
২৮। টেন্ডুলকারের রিপোর্ট অনুসারে, আসামের গ্রামীণ ও শহুরে এলাকার কত শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস কৰে?
Ans: (ক) গ্রামীণ এলাকায় ৩৬.৪ শতাংশ।
(খ) শহরাঞ্চলে ২১.৮ শতাংশ।
২৯। আসামে মোট জনসংখ্যার কত শতাংশ দারিদ্র্যের নিচে বাস করে?
Ans: ৪০.৯ শতাংশ।
৩০। রঙ্গারাজন কমিটির রিপোর্ট অনুযায়ী আসামের গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্র্যের নিচে বসবাসকারী মানুষের শতাংশ।
Ans. (ক) গ্রামীণ এলাকায় ৪২.০ শতাংশ।
(খ) শহরাঞ্চলে ৩৪.২ শতাংশ।
রঙ্গারাজন সমিতির মতে।
৩১। মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও।
Ans: একটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি একই হারে সাধারণ মূল্য বৃদ্ধিকে বোঝায়। পণ্যের দাম বাড়ে, কিন্তু মুদ্রার মান কমে।
৩২। বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের দেশের নাম কি?
Ans: ভারত।
৩৩। বিশ্বের প্রথম জনবহুল দেশের নাম কি?
Ans: চীন।
৩৫। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশের নাম কি?
Ans: ভারত।
৩৫। ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত?
Ans: ১২১ কোটি।
৩৬। পৃথিবীর কত শতাংশ ভারত ভূখণ্ড দ্বারা আচ্ছাদিত?
Ans: ২.৪ শতাংশ।
৩৭। বিশ্বের জনসংখ্যার কত শতাংশ ভারতে?
Ans: ১৭.৫ শতাংশ।
৩৮। আসামের কোন জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?
Ans: মরিগাঁও জেলার।
৩৯। আসামের কোন জেলায় লিংগ অনুপাত সবচেয়ে কম?
Ans. কামরূপ জেলায় (প্রতি হাজার পুরুষে ২২ জন মহিলা)।
৪০। ভোক্তা সুরক্ষা আইন (সুরক্ষা/শোষণ) ভোক্তাদের।
Ans: ভোক্তা সুরক্ষা আইন ভোক্তাদের সুরক্ষা দেয়।
৪১। বাজারের ইঙ্গিত থাকা (ভোক্তাদের সরকারের জন্য প্রয়োজনী।)
Ans: বাজার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
We Hope the given MCQ Questions for Class 9 Social Science With Answer in Bengali will help you. If you Have any Regarding, Class 9 Social Science Multiple Choice Question and Answer in Bengali, drop a comment below and We will get back to you at the earliest.
Hi! I’m Ankit Roy, a full time blogger, digital marketer and Founder of Roy Library. I shall provide you all kinds of study materials, including Notes, Suggestions, Biographies and everything you need.