SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

Join Roy Library Telegram Groups

Hello Viewers Today’s We are going to Share Assam SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Question Answer in Bengali. As Per New Syllabus of SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Notes in Bengali PDF Download. SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Solutions in Bengali. Which you Can Download PDF Notes Class 10 Science Textbook Question Answer in Bengali for using direct Download Link Given Below in This Post.

SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

Today’s We have Shared in This Post SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Suggestions in Bengali. SEBA Class 10 Science Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Notes in Bengali PDF Download. I Hope, you Liked The information About The SEBA Class 10 Science Question Answer in Bengali Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন If you liked SEBA Class 10 Science Question Answer in Bengali Chapter 5 মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন Then Please Do Share this Post With your Friends as Well.

মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। নিউলেন্ডের অষ্টকস্তম্ভে ডােবেরিনারের ট্রায়াড়ও বর্তমান। তুলনা কর এবং নির্ণয় কর।

উত্তরঃ ডােবেরিনারের ট্রায়াড় নিউলেন্স-এর ওকটেভেও দেখতে পাওয়া যায়। যেমন- Li, Na, k.

২। ডােবেরিনারের শ্রেণি বিভাজনের সীমাবদ্ধতাগুলাে কি কি ?

উত্তরঃ সেই সময় ডােবেরিনার কেবল তিনটি মৌলের ট্রায়াড গঠন করতে পেরেছিলেন।

৩। নিউলেন্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি কি ?

উত্তরঃ নিউলেন্ডের সময় মাত্র 56 টি মৌলের সন্ধান ছিল। ক্যালসিয়াম (পারমাণবিক ভর 40 ) মৌল পর্যন্ত অকটেতে স্থান দিতে পেরেছিলেন। মৌলগুলি পর্যাবৃত্ত তালিকায় সাজানাের সময় তিনি দুইটি মৌলকে একই ছােট ঘরে রেখেছিলেন। যেমন CO এবং Ni -কে একটি ঘরে রেখেছিলেন যে রেখায় F, CL, Br থাকে যাদের ধর্ম বিভিন্ন। অনুরূপে Fe যার সঙ্গে CO এবং Ni সদৃশ আছে তাদের দূরে রাখা হয়েছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকার সাহায্যে নিম্নলিখিত মৌলগুলাের অক্সাইডের সংকেতগুলাে কি হবে লেখ K, C, AI, Si, Ba.

উত্তরঃ K₂O, CO₂, Al₂O₃, SiO₂, BaO.

২। মেন্ডেলিফ তার পর্যাবৃত্ত তালিকায় যে মৌলগুলির স্থান খালি রেখেছিলেন এবং পরে যেগুলাে আবিষ্কৃত হয়েছিল তাদের মধ্যে গেলিয়াম ছাড়া আর কোন কোন মৌল ছিল। (যে কোন দুটির নাম লিখ।

উত্তরঃ স্কেন্ডানিয়াম (Scandanium) এবং জারমেনিয়াম (Germanium)।

৩। মেন্ডেলিফ তার পর্যাবৃত্ত তালিকা তৈরি করার সময় কি কি নির্ণায়ক (Criteria) ব্যবহার করেছিলেন ?

উত্তরঃ মেন্ডেলিফ মৌলের পারমাণবিক ভর এবং তাদের ভৌতিক এবং রাসায়নিক ধর্মের সঙ্গে সম্পর্ক রেখে তালিকাটি তৈরি করেছিলেন। রাসায়নিক ধর্মের মধ্যে তিনি অক্সিজেন এবং হাইড্রোজেন মৌল দ্বারা গঠিত যৌগের পরীক্ষা করেছিলেন। তিনি দেখলেন যে সেই সময় আবিষ্কৃত 63 টি মৌলের পারমাণবিক ভরের ঊর্ধক্রমে সাজানাে হয়েছে। একটি মৌল হতে অন্য মৌলে অক্সাইড এবং হাইড্ৰাইটগুলি পরিবর্তন হতে থাকে এবং শেষে আবার হঠাৎ আগের মতাে সাজানাে হয়। এই পরিবর্তনগুলি মেন্ডেলিফ পর্যাবৃত্ত নিয়মে উল্লেখ করেন। অর্থাৎ মৌলের ধর্ম হল পারমাণবিক ভরের পর্যায়ক্রম।

৪। সম্রান্ত গ্যাসগুলাে পৃথক বর্গে (গ্রুপে) রাখা হয় কেন ?

উত্তরঃ নােবেল গ্যাস যেমন, হিলিয়াম (He), নিয়ন (Ne), এবং আর্গন (Ar) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। বায়ুমণ্ডলে এরা কম ঘনত্বে থাকে। সুতরাং তাদের সদৃশ নিষ্ক্রিয় গ্যাসের ধর্মের জন্য এদের একটি পৃথক শ্রেণিতে রাখা হয়েছে।

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তরঃ

১। আধুনিক পর্যাবৃত্ত তালিকা কিভাবে মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকাতে থাকা অসংগতি বা ব্যতিক্রমগুলাে (anomalies) দূর করতে পেরেছিল ?

উত্তরঃ মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকায় বর্ধিত পারমাণবিক ভরকে নিয়ে গঠন করা হয়েছে ফলে দেখা যায় যে একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট মৌলকে অসদৃশ মৌলের সঙ্গে রাখা হয়েছে। যেমন- আর্গনের পারমাণবিক ভর 39.948 এবং পটাসিয়ামের পারমাণবিক ভর 39.0983 সুতরাং আর্গনকে পটাসিয়ামের পর বসাতে হত। আবার নিকেলের পারমাণবিক ভর 58:69 একে কোবাল্টের আগে রাখা হয়েছে যদিও কোবাল্টের পারমাণবিক ভর 58.93। আধুনিক পর্যাবৃত্ত তালিকা মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে গঠন করা হয়েছে। একই যােজ্যতা বিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণিতে রাখা হয়েছে। যােজক ইলেক্ট্রন অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকায় মেন্ডেলিফের তালিকার ত্রুটিগুলি দূর করা গেছে।

আবার ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেনকে রাখা হয়েছে তার ইলেক্ট্রনের অবস্থানের জন্য।

২। এমন দুটো মৌলের নাম কর যেগুলাে ম্যাগনেসিয়ামের ধর্মের মতাে রাসায়নিক ধর্ম দেখাবে বলে আশা করা যায়। তুমি বেছে নেওয়ার ভিত্তি কি ?

উত্তরঃ বেরিলিয়াম (Be) এবং ক্যালসিয়াম (Ca),

Be (পারমাণবিক সংখ্যা = 4) এবং Ca (পারমাণবিক সংখ্যা=20)

উভয়েরই ইলেক্ট্রনীয় বিন্যাস ম্যাগনেসিয়ামের মতাে অর্থাৎ বহিঃতম খােলে 2 টি ইলেক্ট্রন থাকে।

Mg – 2, 8, 2

Be – 2, 2

Ca – 2, 8, 8, 2

এতেকে, Be এবং Ca অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড ক্রমে BeO এবং MgO উৎপন্ন করে।

৩। নাম লিখ-

(a) তিনটি মৌল যাদের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেক্ট্রন থাকে।

(b) দুটো মৌল যাদের সর্ববহিস্থ কক্ষে দুটো ইলেক্ট্রন থাকে।

(c) তিনটি মৌল যাদের সর্ববহিস্থ কক্ষ সম্পূর্ণভাবে পূর্ণ।

উত্তরঃ (a) লিথিয়াম (Li), সােডিয়াম (Na), পটাসিয়াম (K).

(b) বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca).

(c) হিলিয়াম (Hi), নিয়ন (Ne), আর্গন (Ar).

৪। (a) লিথিয়াম, সােডিয়াম, পটাসিয়াম- এই তিনটি ধাতু জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই মােলগুলোর পরমাণুগুলােতে কি কোনাে সাদৃশ্য আছে ?

(b) হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং নিয়ন একটি গ্যাস যায় সক্রিয়তা খুবই কম। যদি এদের পরমাণুর সাধারণ কোনাে বৈশিষ্ট্য থাকে তবে তা কি ?

উত্তরঃ (a) লিথিয়াম (Li), সােডিয়াম (Na) এবং পটাসিয়াম (K) এর বহিঃতম খােলে একটি ইলেক্ট্রন থাকে।

(b) হিলিয়াম (Hi) এবং নিয়নের (Ne) বহিঃতম খােল সম্পূর্ণভাবে ভর্তি থাকে। সুতরাং এরা অষ্টক।

৫। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় থাকা প্রথম দশটি মৌলের মধ্যে কোনগুলি ধাতু।

উত্তরঃ Li, Be এবং B হল ধাতু।

৬। পর্যাবৃত্ত তালিকায় যে স্থান অধিকার করে সেটা লক্ষ্য রেখে নিম্নলিখিত মৌলগুলাের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ধাতব গুণবিশিষ্ট বলে আশা করা যায়। Ga, Ge, As, Se, Be.

উত্তরঃ Be.

S.L. No.সূচি-পত্র
অধ্যায় -১রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ
অধ্যায় -২এসিড ক্ষার ও লবণ
অধ্যায় -৩ধাতু এবং অধাতু
অধ্যায় -৪কার্বন এবং ইহার যৌগ
অধ্যায় -৫মৌলসমূহের পর্যায়গত শ্রেণিবিভাজন
অধ্যায় -৬জীবন প্রক্রিয়া
অধ্যায় -৭নিয়ন্ত্রণ ও সমন্বয়
অধ্যায় -৮জীবের প্রজনন কিভাবে হয় ?
অধ্যায় -৯বংশগতি এবং বিবর্তন
অধ্যায় -১০আলােক প্রতিফলন এবং প্রতিসরণ
অধ্যায় -১১ মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব
অধ্যায় -১২বিদ্যুৎ বিজ্ঞান
অধ্যায় -১৩বিদ্যুত-প্রবাহের চুম্বকীয় প্রভাব
অধ্যায় -১৪শক্তির উৎস
অধ্যায় -১৫আমাদের পরিবেশ
অধ্যায় -১৬প্রাকৃতিক সম্পদের পরিচালনা

অনুশীলনীর প্রশ্নোত্তরঃ

১। পর্যাবৃত্ত তালিকার কোনাে পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরিবর্তনের ধারা সম্পর্কে নিম্নোক্ত কোন উক্তিটি সত্য নয় ?

(a) মৌলগুলির ধাতবীয় ধর্ম কমতে থাকে।

(b) যােজক ইলেক্ট্রনের সংখ্যা বাড়তে থাকে।

(c) পরমাণুগুলাে সহজেই ইলেক্ট্রন হারায়।

(d) অক্সাইডগুলাের আম্লিকতন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।

উত্তরঃ (c) পরমাণুগুলাে সহজেই ইলেক্ট্রন হারায়।

২। X মৌলটি একটি ক্লোরাইড উৎপন্ন করে যার সংকেত হচ্ছে XCl,। এটি একটি উচ্চ গলনাংক বিশিষ্ট কঠিন ধাতু। x সম্ভবত পর্যাবৃত্ত তালিকার এই বর্গে থাকবে যে বর্গে আছে- 

(a) Na 

(b) Mg 

(c) Al

(d) Si

উত্তরঃ (b) Mg.

৩। কোনাে মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকে ?

(a) দুটো কক্ষ- যে দুটোই ইলেক্ট্রন দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ।

(b) ইস্ট্রেনীয় সজ্জা 282

(c) মােট তিনটি কক্ষ- যােজক কক্ষে থাকে 3 টি ইলেক্ট্রন।

(d) মােট দুইটি কক্ষ- যােজক কক্ষে থাকে 3 টি ইলেক্ট্রন।

(e) দ্বিতীয় কক্ষের ইলেক্ট্রনের সংখ্যা প্রথম কক্ষের ইলেক্ট্রনের সংখ্যার দ্বিগুণ।

উত্তরঃ (a) Ne (2,8).

(b) Mg (2,8,2). 

(c) Si (2,8, 4).

(d) B (2,3).

(e) C (2,4).

৪। (a) বােরণ পর্যাবৃত্ত তালিকায় যে বর্গে আছে সেই বর্গে থাকা মৌলগুলাের সাধারণ ধর্ম কি ?

উত্তরঃ (a) বােরণের মতাে একই কলম বা শ্রেণিতে থাকা মৌলের যােজ্যতা তিন এবং এরা ধাতুকল্প।

(b) ফ্লোরিণের মতাে একই কলম বা শ্রেণিতে থাকা মৌল এসিডিক অক্সাইড তৈরি করে এবং বহিঃতম খােলে সাতটি ইলেক্ট্রন থাকে।

৫। একটি পরমাণুর ইলেক্ট্রনীয় সজ্জা হচ্ছে 2. ৪. 7.

(a) এই মৌলটির পারমাণবিক সংখ্যা কত ?

(b) নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটির সাথে এই মৌলটির রাসায়নিক সাদৃশ্য আছে? (পারমাণবিক সংখ্যা প্রথম বন্ধনির মধ্যে দেওয়া আছে।) N (7), F (9), P (15), Ar (18)

উত্তরঃ (a) 17

(b) F (9)

৬। পর্যাবৃত্ত তালিকায় তিনটি মৌল A, B এবং C-এর স্থান

দেখানাে হল-

16 বর্গ17 বর্গ
______________
_______A
______________
BC

(a) A কি ধাতু না অধাতু ?

(b) C কি A থেকে বেশি সক্রিয় না কম সক্রিয় ?

(c) C কি B থেকে আকারে বড় না ছােট ?

(d) A কি ধরনের আয়ন উৎপন্ন করবে-ক্যাটায়ন না এনায়ন ?

উত্তরঃ (a) A একটি অধাতু।

(b) C, A অপেক্ষা কম সক্রিয়।

(c) C, B অপেক্ষা আকারে ছােট।

(d) A এনায়ন তৈরি করে।

৭। নাইট্রোজেন (পরমাণু ক্ৰমাংক 1) এবং ফসফরাস (পরমাণু ক্রমাংক 15) পর্যাবৃত্ত তালিকার 15.বর্গে আছে। এই দুটি মৌলের ইলেক্ট্রনীয় সজ্জা লিখ। এই দুটির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক ও কেন ?

উত্তরঃ নাইট্রোজেনের ইলেক্ট্রনীয় বিন্যাস : 2. 5।

ফসফরাসের ইলেক্ট্রনীয় বিন্যাস 2. 8. 5।

নাইট্রোজেন অধিক বিদ্যুৎ ঋণাত্মক ধর্মী কারণ বহিঃতম খােল নিউক্লিয়াসের খুব কাছে হওয়ার জন্য নিউক্লিয়াস ইলেক্ট্রনগুলিকে দারুণভাবে আকর্ষণ করে।

৮। কোন পরমাণুর ইলেক্ট্রনীয় সংখ্যা এবং পর্যাবৃত্ত তালিকায় এটার স্থানের সম্পর্ক কি ?

উত্তরঃ পর্যাবৃত্ত তালিকায় পরমাণু বা মৌলের অবস্থান নির্ভর করে বহিঃতম খােলে থাকা ইলেক্ট্রনের উপর। একই কলম বা শ্রেণিতে থাকা মৌলগুলির বহিঃতম খােলে সমান সংখ্যক ইলেক্ট্রন থাকে। যেমন- 11তম শ্রেণিতে প্রত্যেক মৌলের বহিঃতম খােলে 2টি করে ইলেক্ট্রন থাকে।15 তম শ্রেণিতে প্রত্যেক মৌলের বহিঃতম খােলে 5টি করে ইলেক্ট্রন থাকে।

৯। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় ক্যালসিয়াম (পারমাণবিক সংখ্যা- 20) 12, 19, 21, 38 পারমাণবিক সংখ্যার মৌলগুলাে দ্বারা পরিবৃত্ত হয়ে আছে। এইগুলাের মধ্যে কোনগুলাের ভৌতিক ও রাসায়নিক ধর্ম ক্যালসিয়ামের ধর্মের সঙ্গে সদৃশ ?

উত্তরঃ মৌলের ইলেক্ট্রনীয় বিন্যাস-

পারমাণবিক সংখ্যা 12- 2, 8, 2

পারমাণবিক সংখ্যা 19- 2, 8, 8, 1

পারমাণবিক সংখ্যা 20- 2, 8, 8, 2

পারমাণবিক সংখ্যা 21- 2, 8, 9, 2

পারমাণবিক সংখ্যা 38- 2, 8, 18, 8, 2

এতেকে, পারমাণবিক সংখ্যা 12 র ভৌত এবং রাসায়নিক ধর্মের সঙ্গে পারমাণবিক সংখ্যা 20 এবং 38-এর সাদৃশ্য আছে।

১০। মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকায় এবং আধুনিক পর্যাবৃত্ত তালিকায় মৌলগুলাের সজ্জার তুলনামূলক আলােচনা কর।

উত্তরঃ 

মেন্ডেলিফের পর্যাবৃত্ত তালিকাআধুনিক পর্যাবৃত্ত তালিকা
১। বর্ধিত পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকে।১। বর্ধিত পারমাণবিক সংখ্যা  অনুযায়ী মৌলগুলি সাজানাে থাকে।
২। নয়টি উলম্ব ঘর থাকে, যাদের শ্রেণি বলে।২। 18 টি উলম্ব ঘর থাকে যাদের শ্রেণি বলে।
৩। পরিবর্তনশীল মৌলগুলি অষ্টম শ্রেণিতে রাখা হয়।৩। পরিবর্তনশীল মৌলগুলি লম্বা পিরিয়ডের মধ্যে থাকে।

অতিরিক্ত প্রশ্নোত্তরঃ

১। নীচে দেওয়া বিকল্পগুলি হতে শুদ্ধ উত্তরটি বেছে বের কর-

(i) আয়রনের প্রধান আকরিকটির নাম হল-

(a) আর্জেন্টাইট।

(b) ক্যালমাইন।

(c) গেলেনা।

(d) হেমেটাইট।

উত্তরঃ (d) হেমেটাইট।

(ii) ব্রোঞ্জে থাকা ধাতু কয়টি হল-

(a) Cu, Zn

(b) Cu, Ag

(c) Cu, Sn

(d) Cu, Au

উত্তরঃ (c) Cu, Sn.

(iii) নীচে দেওয়া কোন আকরিক ফেনাভাসন পদ্ধতিতে গাঢ় হয় ?

(a) হেমেটাইট।

(b) কপার পাইরাইটিস।

(c) জিংকাইট।

(d) হর্ণ সিলভার।

উত্তরঃ (b) কপার পাইরাইটিস।

(iv) নীচের কোন ধাতু পাতন পদ্ধতিতে শােধন করা যায় ?

(a) আয়ন।

(b) কপার।

(c) অ্যালুমিনিয়াম।

(d) জিংক।

উত্তরঃ (d) জিংক।

২। আধুনিক পর্যাবৃত্ত তালিকার প্রথম দশটি মৌলের ধাতুগুলির নাম লিখ।

উত্তরঃ লিথিয়াম (Li) ; সােডিয়াম (Na) ; পটাসিয়াম (K); রুবিডিয়াম (Rb); সিজিয়াম (Cs); ফ্লেন্সিয়াম (Be); বেরিলিয়াম (Be);ম্যাগনেসিয়াম (Mg); ক্যালসিয়াম (Ca); ষ্ট্রনসিয়াম (Sr) ইত্যাদি।

৩। মৌল একটির ইলেক্ট্রনীয় বিন্যাসের থেকে এর যােজ্যতা কিভাবে গণনা করবে ?

উত্তরঃ বর্গ এক থেকে বর্গ চার পর্যন্ত যােজক হলেঞ্জনই মৌলটির যােজ্যতা, এবং বর্গ পাঁচ থেকে বর্গ আট পর্যন্ত (8-যোজন ইলেক্ট্রন) হল মৌলটির যােজ্যতা।

৪। যােজক কক্ষে একটি এবং দুইটি ইলেক্ট্রন থাকা দুইটি মৌলের নাম লিখ।

উত্তরঃ যােজক কক্ষে একটি ইলেক্ট্রন থাকা মৌল হাইড্রোজেন, লিথিয়াম ইত্যাদি।

দুটি ইলেক্ট্রন থাকা মৌল হিলিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি।

৫। পর্যাবৃত্ত তালিকার প্রথম বর্গের সবচেয়ে কম সক্রিয় এবং অতি সক্রিয় ধাতু দুইটির নাম লিখ।

উত্তরঃ কম সক্রিয় লিথিয়াম (Li)

অতি সক্রিয় ফ্রেন্সিয়াম (Fr)।

৬। ক্যালসিয়ামের স্থান পর্যাবৃত্ত তালিকাতে কোথায় হবে লিখ।

উত্তরঃ দ্বিতীয় বর্গের চতুর্থ পর্যায়ে ক্যালসিয়াম অবস্থিত।

৭। পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে ধাতবীয় ধর্ম কিভাবে পরিবর্তন হয় উদাহরণসহ আলােচনা কর।

উত্তরঃ পর্যাবৃত্ত তালিকার বর্গ একটিতে উপর হতে নীচে ধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে বাড়তে থাকে। উদাহরণস্বরূপ, । বর্গের এলকালি মৌলসমূহের ধাতবীয় গুণ লিথিয়াম হতে ফ্রেন্সিয়ামে বাড়তে থাকে। নীচে এই পরিবর্তন দেখানাে হল- 

৮। পর্যাবৃত্ত তালিকায় প্রথম বর্গের মৌলগুলির বিদ্যুৎ ধনাত্মক ধর্মের পরিবর্তন কিভাবে হয় লিখ।

উত্তরঃ ১ম অংশ → এলকালিসমূহ পর্যাবৃত্ত তালিকার প্রথম বর্গে আছে।

২য় অংশ → এই মৌলগুলির বহিঃকক্ষে 1টা ইলেক্ট্রন আছে।

৩য় অংশ → ভৌতিক ধর্ম।

(i) এলকালিগুলি কোমল ধাতু।

(ii) এই মৌলগুলি অতিশয় সক্রিয় সেজন্য এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।

রাসায়নিক ধর্ম-

(i) রাসায়নিক বিক্রিয়াতে এরা শক্তিশালী বিকারক রূপে কাজ করে।

(ii) এরা সর্বদা একক ধনাত্মক আয়ন (M⁺) গঠন করে।

যেমন, Li⁺, Na⁺, K⁺

(iii) এরা হাইড্রোজেন, অক্সিজেন এবং হ্যালােজেনের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে হাইড্রাইড, অক্সাইড এবং হেলাইড উৎপন্ন করে। যেমন-

2Na + H₂ – 2NaH (সােডিয়াম হাইড্রাইড)

4Na + O₂ – 2Na₂O (সােডিয়াম অক্সাইড)

2Na + X₂ – 2NaX (যেখোনে X=F, CI, Br, I)

(সােডিয়াম হেলাইড)

(iii) এরা জলের সঙ্গে বিক্রিয়া করে এলকালি (base) এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন-

2Na + 2H₂O – 2NaOH + H₂

                       (base)

                       (সসাডিয়াম হাইড্রক্সাইড)

৯। লেন্থেনাইড এবং এক্টিাইডগুলি অন্য কি নামে জানা যায়? এই ধাতুগুলিকে পর্যাবৃত্ত তালিকার কোন স্থানে রাখা হয় ? প্রথম লেন্থেনাইড এবং অন্তিম এক্টিনাইডের নাম লিখ।

উত্তরঃ লেন্থেনাইড এবং এক্টিনাইডগুলির অন্য নাম বিরল মৃত্তিকা ধাতু এবং আন্তঃসংক্রমণশীল ধাতু বলা হয়। এই ধাতুগুলিকে পর্যাবৃত্ত তালিকার একদম নীচের দিকে রাখা হয়।

প্রথম লেন্থেনাইডের নাম Ce⁵⁸ এবং অন্তিম এক্টিনাইডের নাম Lr¹⁰³ ।

১০। আধুনিক পর্যাবৃত্ত তালিকাটিতে ক্যালসিয়ামের (পাঃ সঃ 20 ) চারদিকে থাকা মৌলগুলির পারমাণবিক সংখ্যাগুলি হল 12, 19, 21 এবং 34। এই মৌলগুলির কোনগুলির সঙ্গে ক্যালসিয়ামের ধর্মের সাদৃশ্য থাকবে আলােচনা কর।

উত্তরঃ ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের সাদৃশ্য আছে কারণ এরা উভয়ে দ্বিতীয় বর্গের ক্ষার মৃত্তিকা ধাতু।

১১। পর্যাবৃত্ত তালিকার পর্যায় একটিতে মৌলগুলির অধাতবীয় ধর্মের পরিবর্তন কিভাবে হয় ?

উত্তরঃ উদাহরণস্বরূপ তৃতীয় পর্যায়ের সাধারণ মৌলগুলি নেওয়া হল-

তৃতীয় পর্যায়ের প্রথম ক্রিটি মৌল এবং তাদের ধাতবীয় ধর্ম Na হতে A পর্যন্ত ক্রমে হ্রাস পায়। P, S এবং Cl হল অধাতু এবং তাদের অধাতবীয় ধর্ম ক্রমে P হতে Cl পর্যন্ত বেড়ে যায়। আবার Si হল ধাতু এবং অধাতুর আধা মধ্যে অর্থাৎ ধাতুকল্প। সুতরাং দেখা গেল যে পর্যায় একটিতে ধাক্টীয় ধর্ম কমে যেতে থাকে এবং অধাতবীয় ধর্ম বাড়তে থাকে।

১২। নীচে দেওয়া মৌলগুলিতে থাকা ধাতু, অধাতু এবং ধাতুকল্পগুলির শ্রেণিবিন্যাস কর।

Ni, S, Mg, Si, P, As

উত্তরঃ ধাতু- Ni, Mg

অধাতু- S, P

ধাতুকল্প- Si, As

১৩। Li, Na, K, Rb এবং Cs →এর কোনটি H₂O  →র সঙ্গে অতি সহজে বিক্রিয়া করে ? কারণ দাও।

উত্তরঃ সােডিয়াম। কারণ এটি অধিক সক্রিয়।

2Na + 2H₂O 2NaOH + H₂

১৪। Mg এবং AI পর্যাবৃত্ত তালিকার কোন বর্গে আছে ? এই দুইটির যােজ্যতা কি হবে ?

উত্তরঃ Mg ২য় বর্গে এবং এর যােজ্যতা 2

Al ৩য় বর্গে এবং এর যােজ্যতা 3

১৫। ক্ষার মৃত্তিকা ধাতু কাদের বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ 2নং বর্গের ধাতুগুলিকে ক্ষার মৃত্তিকা ধাতু বলে। যেমন- বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), ষ্ট্রনসিয়াম (Sr), বেরিয়াম (Ba) এবং রেডিয়াম (Ra)।

১৬। আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি লিখ।

উত্তরঃ আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি হল- মৌলসমূহের ভৌতিক এবং রাসায়নিক ধর্মসমূহ তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তন হয়।

১৭। সংক্ষিপ্ত টীকা লিখ-

উত্তরঃ (ক) সাধারণ মৌল- 1, 2, 13, 14, 15, 16 এবং 17 বর্গের মৌলগুলিকে সাধারণ মৌল বলা হয়। এই বর্গগুলিতে থাকা মৌলগুলির যােজক কক্ষে ক্রমে 1 থেকে 7 টা পর্যন্ত ইলেকট্রন থাকে। পর্যায় একটিতে বাঁদিক থেকে ডানদিকে সাধারণ মৌলগুলির ধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে কমে যায় এবং অধাতবীয় ধর্ম ক্রমান্বয়ে বেড়ে যায়। উদাহরণ হিসাবে তৃতীয় পর্যায়ের Na, Mg এবং A মৌলগুলি ধাতু এবং PS এবং C1 মৌলগুলি অধাতু।

(খ) সম্রান্ত গ্যাস- 18 বর্গে থাকা মৌলগুলিকে সম্রান্ত গ্যাস বলা হয়। এই বর্গে ছয়টি মৌল আছে। এই মৌলগুলির বহিঃকক্ষে আটটি ইলেকট্রন থাকে। শুধুমাত্র হিলিয়ামের বহিঃকক্ষে দুইটি ইলেকট্রন থাকে। বহিঃকক্ষে আটটি ইলেকট্রন থাকার জন্য মৌলগুলি সাধারণত রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এইজন্য এই মৌলগুলিকে সম্ভ্রান্ত গ্যাস বলা হয়।

(গ) সংক্রমণশীল মৌল- 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 বর্গের মৌলগুলিকে সংক্রমণশীল মৌল বলে। এই মৌলগুলির বহিঃকক্ষে 1 টি বা 2টি ইলেকট্রন থাকে। কিন্তু এদের বহিঃকক্ষের পূর্ববর্তী কক্ষে 9টি থেকে 18টি পর্যন্ত ইলেকট্রন থাকে।

(ঘ) আন্তঃসংক্রমণশীল মৌল- পর্যাবৃত্ত তালিকার একেবারে নীচে পৃথক ভাবে দুই সারী মৌল আছে। প্রত্যেক সারীতে 14টি করে মৌল আছে। এই মৌলগুলিকে আন্তঃসংক্রমণশীল মৌল বলা হয়। ষষ্ঠ পর্যায়ে লেন্থেনাম (La) এবং হনিয়াম (Hf) মৌল দুইটির মধ্যে থাকা মৌলগুলিকে একসাথে লেন্থানা বলা হয়। সপ্তম পর্যায়ে এক্টিনিয়াম (Ac) এবং উননিল কুয়াডিয়াম মৌল দুইটির মধ্যে থাকা মৌলগুলিকে এক্টিন বলা হয়। এই সমস্ত মৌলগুলিকে মূল তালিকায় রাখলে তালিকাটি যথেষ্ট বড় হবে। সেইজন্য এইগুলিকে পৃথকভাবে নীচে রাখা হয়েছে।

১৮। Na₂O কি প্রকার অক্সাইড।

উত্তরঃ ক্ষারকীয় অক্সাইড।

১৯। নিয়নের বহিঃখখালে থাকা ইলেকট্রনের সংখ্যা কত ?

উত্তরঃ 8

২০। পর্যাবৃত্ত তালিকার কোন বর্গে ক্ষার ধাতু থাকে ? দুটি ক্ষার ধাতুর নাম ও চিহ্ন লিখ।

উত্তরঃ পর্যাবৃত্ত তালিকার । বর্গে ক্ষার ধাতু থাকে। সােডিয়াম (Na) এবং পটাসিয়াম (K) দুটি ক্ষার ধাতু।

২১। দীর্ঘাকৃতি পর্যাবৃত্ত তালিকার কয়টি বর্গ এবং পর্যায় আছে।

উত্তরঃ দীর্ঘাকৃতি পর্যাবৃত্ত তালিকায় 18টি বর্গ এবং 7টি পর্যায় আছে।

২২। শূন্যস্থান পূরণ কর-

(i) মৌলসমূহের ধর্ম এদের _________ অনুসারে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।

উত্তরঃ পরমাণু ক্রমাংক।

(ii) Na →_________+ e

উত্তরঃ Na⁺

(iii) Cl +……………. → Cl⁻

উত্তরঃ e

(iv) তৃতীয় পর্যায়ের মৌলগুলি ক্রমে Na, Mg, Al, __________P.S_________ Ar

উত্তরঃ Si, Cl

(v) IA বর্গের মৌলসমূহকে__________ বলে।

উত্তরঃ ক্ষার ধাতু।

(vi) শূন্য বর্গের মৌলসমূহকে __________বলে।

উত্তরঃ নিষ্ক্রিয় গ্যাস মৌল।

(vii) ধাতু এবং অধাতু ধর্ম প্রদর্শন করা মৌলসমূহকে _________ বলে।

উত্তরঃ ধাতুকল্প।

(vii) একই বর্গের মৌলসমূল্পে যােজ্যতা _________ হয়।

উত্তরঃ একই।

(ix) মৌলের ধাতব গুণ পর্যায় একটিও বামদিক হতে ডানদিকে ক্রমান্বয়ে _________হয় এবং বর্গ একটির উপর হতে নিচের দিকে ক্রমান্বয়ে _________হয়।

উত্তরঃ হ্রাস, বৃদ্ধি।

(x) একটি পর্যায়ে মৌলসমূহের যােজ্যতা প্রথমে ________হয় এবং পরে _________হয়।

উত্তরঃ বৃদ্ধি, হ্রাস।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top